ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশ-সিঙ্গাপুরের মধ্যে পার্থক্য



সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
মশক নিধনে সিঙ্গাপুরের অভিজ্ঞতা সংবাদ সম্মেলনে তুলে ধরেন মেয়র সাঈদ খোকন

মশক নিধনে সিঙ্গাপুরের অভিজ্ঞতা সংবাদ সম্মেলনে তুলে ধরেন মেয়র সাঈদ খোকন

  • Font increase
  • Font Decrease

সম্প্রতি ডেঙ্গু নিয়ন্ত্রণে সিঙ্গাপুরে অভিজ্ঞতা অর্জনে যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ও তার সফর সঙ্গীরা। সে দেশের অভিজ্ঞতা অর্জন করে দেশে এসে জানালেন সেই অভিজ্ঞতার কথা আর আমাদের দেশে নেওয়া করণীয়গুলোর কোথায় গলদ সেসব বিষয় তুলে ধরলেন সাঈদ খোকন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবনের ব্যাংক ফ্লোরে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ডিএসসিসি’র প্রধান স্বাস্থ্যকর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরিফ আহমেদ। এ সময় পাশে ছিলেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।

সিঙ্গাপুরের ডেঙ্গু চিত্র তুলে ধরে বলা হয়, সিঙ্গাপুরে ১৯০১ সালে প্রথম ডেঙ্গু দেখা দেয় এবং ৬০ ও ৭০ এর দশকে ব্যাপক আকার ধারণ করে। গত বছরগুলোতে অর্থাৎ ২০০৫, ২০০৭, ২০১৩, ও ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ দেখা যায়। এ বছর সিঙ্গাপুরে ১১ হাজার ডেঙ্গু রোগী সনাক্ত হয় এবং তাদের মধ্যে ১৫ জন মারা যান। সিঙ্গাপুরে ডিইএন-২ সেরোটাইপ বেশি ছিল।

অন্যদিকে বাংলাদেশে ২০০০ সালে প্রথম ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় বলে উল্লেখ করে বলেন, ২০০০-২০১৮ সাল পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ কম বেশি লক্ষ্য করা যায়। তবে এ বছর ঢাকাসহ পুরো দেশে ডেঙ্গুর ব্যাপক প্রকোপ দেখা দেয়।

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিঙ্গাপুরের চ্যালেঞ্জগুলোর মধ্যে ছিলো- দেশের বাইরে থেকে আসা বিভিন্ন রোগের ঝুঁকি, প্রচুর বিদেশির গমনাগমন, শহরের মানুষের ঘণত্ব বেশি, বেশি তাপমাত্রা এবং কার্যকর মশা নিয়ন্ত্রণ। দেশটিতে এবার ডেঙ্গু রোগী বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করেছে- বেশি মশার জন্ম, বেশি তাপমাত্রা, বাসা বাড়িতে বেশি লার্ভা, মানুষের কম প্রতিরোধ ক্ষমতা।

এডিসের লার্ভার উৎপত্তিস্থল সিঙ্গাপুর আর বাংলাদেশের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। সেখানে তারা উল্লেখ করেছে ফুলের টব, কৃত্রিম কন্টেইনার (বাংলাদেশে যেটা বলা হয়, বালতি, টায়ার, ডাবের খোঁসা), ছাঁদ বাগান, নির্মাণাধীন ভবন, রূপ গাটার এবং বাঁশের হোল। এর অধিকাংশই বাংলাদেশেও রয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে সিঙ্গাপুর যেসকল বিষয়ে ওপর জোর দেয়-জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত এনটোমলিক্যান ও ইপিওডেমিওলজিক্যাল সাভিলেন্স, ট্যাস্ক ফোর্সের কার্যক্রম, কমিউনিটিকে সম্পৃক্ত করা, নিয়মিত মশক নিয়ন্ত্রণ। এছাড়া এনভায়রনমেন্টাল কন্ট্রোল, কেমিক্যাল কন্ট্রোল ও বায়োলজিক্যাল কন্ট্রোলের কথা বলা হয়েছে। সাথে উল্লেখ করা হয়েছে সবাইকে ব্যক্তিগত দায়িত্ব গ্রহণ এবং আইনগত ব্যবস্থা।

ডেঙ্গু সার্ভিলেন্সের মধ্যে তারা মশা, ভাইরাস, মানুষ, রোগী, ক্লাস্টার এবং আউট ব্রেক পর্যালোচনা করে। সারা বছর ধরে সার্ভিলেন্স করে, ঝুঁকি নির্ণয় করে, ইন্টার সেক্টরাল সমন্বয় করে এবং ডাটা বিশ্লেষণে প্রযুক্তির ব্যবহার করে। মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করে জিআইএস ম্যাপিং এর মাধ্যমে। সেখানে দেখা গেছে যদি ১৫০ মিটার জায়গায় দুই সপ্তাহের মধ্যে ২-৯ জন ডেঙ্গু রোগী পাওয়া গেছে তাহলে সেখানে হলুদ বিপদসংকেত দেখানো হয় এবং সঙ্গে সঙ্গে মোবাইল অ্যাপের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে যায়। এর সঙ্গে সকল সংস্থা একযোগে ওই এলাকায় কাজ করে। আর যদি ১৫০ কিলোমিটারের মধ্যে দুই সপ্তাহে ১০ বা বেশি রোগী পাওয়া যায় তাহলে সেটাকে লাল বিপদসংকেত দেওয়া হয়।

সিঙ্গাপুরে প্লাস্টিকের কৌটা আকৃতির এক ধরণের ট্রাপ বসিয়ে দেয় বাসাবাড়িতে। কীটতত্ত্ব সার্ভিলেন্সের ওই ট্রাপে ১১০ হাজার বসতবাড়ির প্রায় ৫০ হাজার গ্রাভিট্রাপ রাখা হয়। এই ট্রাপগুলি ২০-৩০ মিটার দূরে রাখে। যদি ওই ট্রাপগুলোর মধ্যে ১০টিতে দুটি মশার উপস্থিতি পায় তখন তারা এটাকে আউট ব্রেক বলে। তখন আউট ব্রেক ম্যানেজমেন্ট বিভাগ বাড়ি বাড়ি লার্ভার সোর্স ধ্বংস করে। মানুষকে সর্তক করে এবং স্বেচ্ছাসেবীদের কাজে লাগায়। আর এনভায়রনমেন্ট কন্ট্রোলের মধ্যে বাড়িঘর, ড্রেন, জলায়শ পরিষ্কার রাখা।

কেমিক্যাল কন্ট্রোলের ক্ষেত্রে তারা লার্ভিসাইড হিসেবে সপ্তাহে একদিন অ্যাডাল্টি সাইড হিসেবে ডেল্টামেথ্রিন ব্যবহার করে আর আর দুই সপ্তাহে একদিন পাইরিমিফস ব্যবহার করে।

আইনগত, দিক থেকে তারা বেশ কঠোর। সেখানে বসতবাড়িতে যদি লার্ভা পাওয়া যায় তবে ২০০ ডলার এবং নির্মানাধীন ভবনে প্রথম পরিদর্শনে ২ হাজার ডলার, দ্বিতীয় পরিদর্শনে ৪ হাজার ডলার, তৃতীয় পরিদর্শনে ৫ হাজার ডলার এবং পরিবর্তিতে কোর্টে চালান করে দেয়। এমনকি ভবন নির্মাণের অনুমতি বাতিল করে দেয়। যেখানে বাংলাদেশে অভিযান করলেও খুব বেশি জরিমানার আওতায় আসে না।

সিঙ্গাপুর সফরকালে মেয়রের নেতৃত্বাধীন কমিটি গত ১০-১১ সেপ্টেম্বর সেখানে ৪টি সেশনে যোগদান করেন। ওই সফরে মেয়র সাঈদ খোকন ছাড়াও ছিলেন, ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. শরীফ আহমেদ, কেবিনেট ডিভিশনের উপসচিব মো. শহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আ ন ম ফয়জুল হক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সালেহা বিনতে সিরাজ।

সফরে তারা ১০ সেপ্টেম্বর সিঙ্গাপুরের ন্যাশনাল এনভায়রনমেন্ট এজেন্সিতে এবং এর ডেপুটি চীফ মিনিস্টার খু সিউ পো এবং তার দল “ভেক্টর কন্ট্রোল রেগুলেশন” এর উপর ব্রিফ করেন। ওই দিন বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠক হয়। এছাড়া ১২ সেপ্টেম্বর এনভায়রনমেন্টাল হেলথ ইনস্টিটিউটের সঙ্গে বৈঠক করেন।

সফর শেষে দেশটির এনভায়রনমেন্টাল হেলথ ইনস্টিটিউট, সিঙ্গাপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বশেষ তথ্য বিনিময়, প্রযুক্তির ব্যবহার, কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ ইত্যাদি বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। সিঙ্গাপুরের অভিজ্ঞতার আলোকে দীর্ঘ মেয়াদী ও টেকসই পরিকল্পনার জন্য ৫ বছর মেয়াদী এক প্রকল্পের ডিপিপি প্রণয়ন শুরু করেছে বলে জানান মেয়র সাঈদ খোকন।

   

র‍্যাব-৩'র নতুন অধিনায়ক ফিরোজ, নিজ বাহিনীতে ফেরত যাচ্ছেন আরিফ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

এলিট ফোর্স র‍্যাব-৩'র নতুন অধিনায়ক (সিও) হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে. কর্নেল মো. ফিরোজ কবীর। তিনি লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন।

রোববার (২৮ এপ্রিল) ফিরোজ তার দায়িত্ব বুঝে নিবেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) র‍্যাব সদরদফতরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ নিজ বাহিনীতে (সেনাবাহিনী) ফেরত যাচ্ছেন। তিনি র‍্যাব-৩ এর অধিনায়ক হিসেবে দুবছরের বেশি সময় দায়িত্ব পালন করেছেন। মেধাবী ও সৎ অফিসার হিসেবে পরিচিত এই সেনা কর্মকর্তা ঢাকা মেডিকেলসহ বিভিন্ন সরকারি হাসপাতালে দালাল বিরোধী অভিযান, মাদক-অস্ত্র উদ্ধার, খাদ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে ব্যাপক অভিযান চালান। যা ব্যাপক প্রশংসিত হয়।

এদিকে র‍্যাব-৩ এর অধিনায়কের দায়িত্ব পাওয়া ফিরোজ কবীর সর্বশেষ র‍্যাব-৬'এর দায়িত্বে ছিলেন। সম্প্রতি তাকে বদলি করে র‍্যাব সদরদফতরে আনা হয়। গত মে মাসে তিনি র‍্যাব-৬'র অধিনায়কের দায়িত্ব পান। ভালো কাজের স্বীকৃতি হিসেবে চলতি বছর পুলিশ সপ্তাহে তিনি বাংলাদেশ পুলিশ পদক- বিপিএম পান।

অন্যদিকে ১৮ এপ্রিল র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনকে নিজ বাহিনীতে ফেরত পাঠানো হয়। তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন কমান্ডার আরাফাত ইসলাম। গত বুধবার আরাফাত তার বুঝে নেন। আর র‍্যাব-১৩'র অধিনায়কের দায়িত্ব পেয়েছেন কমান্ডার কামরুল হাসান।

রাজধানীর ব্যাংক পাড়া খ্যাত মতিঝিল, মুগদা, শাহ্জাহানপুর, পল্টন, খিলগাঁও, সবুজবাগ, রামপুরা, হাতিরঝিল, শাহবাগ ও রমনা থানা মিলে র‍্যাব-৩ এর আওতাধীন এলাকা। 

;

লামায় অস্ত্র দেখিয়ে চাঁদা আদায়কালে পাহাড়ি সন্ত্রাসী আটক



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বান্দারবান
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বান্দরবানের লামা উপজেলায় অস্ত্র দেখিয়ে চাঁদা আদায়কালে বন্দুকসহশ জুয়েল ত্রিপুরা (২৮) নামের এক পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি নাইক্ষ্যংমুখ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জুয়েল ত্রিপুরা(২৮) হলেন অনজাহা ত্রিপুরার ছেলে । সে লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের লুলাইং এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, আজ দুপুরে জুয়েল ত্রিপুরা সহ আরও দুই জন সংঘবদ্ধ হয়ে লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের দুর্গম নাইক্ষংমুখ এলাকায় বন্দুকের ভয় দেখিয়ে স্থানীয়দের কাছ থেকে চাঁদা আদায় করছিল। সেই সময় স্থানীয় ব্যবসায়ীরা সেনাবাহিনীর টহল দল দেখতে পেয়ে বিষয়টি অবহিত করে। এ সময় সেনাবাহিনীর একটি টহল দল হাতেনাতে জুয়েল ত্রিপুরা কে আটক করে পুলিশকে সোপর্দ করেন। এর আগে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অন্য দুই জন পালিয়ে যায়।

এই বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ বলেন, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

;

নরসিংদীতে অতি গরমে প্রবাসীর শিশুর মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নরসিংদী
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল চাঁনপুরে অতি গরমে এক প্রবাসীর দেড় বছরের এক শিশু মারা গেছে। 

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার চাঁনপুর ইউনিয়নের সওদাগর কান্দি এলাকায় এই ঘটনাটি ঘটে।

স্থানীয় চাঁনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মোমেন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশুর নাম ইয়াসিন। সে রায়পুরা উপজেলার সওদাগর কান্দি এলাকার প্রবাসী এনামুল হকের ছেলে।

নিহত ইয়াছিনের নানা বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) নাতীসহ মেয়ে নরসিংদী শহরের বাসাইলস্থ ভাড়া বাসা থেকে আমাদের গ্রামের বাড়ি সওদাগর কান্দিতে নিয়ে আসি। আর আজই আমার নাতিটা মারা গেলো। 

তিনি আরও জানান, দুপুর সোয়া ২টার দিকে ইয়াসিন তার মায়ের সাথে দুপুরের খাবার খাওয়ার সময় অতিরিক্ত গরমে মাটিতে শুয়ে পড়ে। পরে তাকে সওদাগর কান্দি ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগের সাব সেন্টারের নিয়ে গেলে দায়িত্বরত ফার্মাসিস্ট মিজানুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় মিজানুর রহমান জানান, শিশু ইয়াছিনকে তার কাছে আনার আগেই মারা গেছে। যারা নিয়ে এসেছে তাদের ভাষ্যমতে অতি গরমে শিশুটির মৃত্যু হয়েছে। 

 

 

 

;

শাহ আমানত বিমানবন্দরে বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
শাহ আমানত বিমানবন্দরে বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

শাহ আমানত বিমানবন্দরে বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরব আমিরাতের ৯০ হাজার দিরহামসহ শারজাহগামী এক যাত্রীকে আটক করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। উদ্ধার মুদ্রা ২৩ হাজার ৬৮৪ মার্কিন ডলারের সমমূল্যের।

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দর টার্মিনালের আন্তর্জাতিক অ্যান্টি হাইজ্যাকিং গেইটে তল্লাশি এসব মুদ্রাসহ তাকে আটক করা হয়।

আটক যাত্রীর নাম মোহাম্মদ কায়সার হামিদ৷ তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা। রাত সোয়া আটটার এয়ার এরাবিয়া জি৯-৫২১ ফ্লাইট যোগে শারজাহ গমনিচ্ছুক ছিলেন হামিদ।

বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন- বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।

তিনি জানান, বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ওই যাত্রীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে পতেঙ্গা মডেল থানায় মামলা দায়ের করছে। উদ্ধার করা বিদেশি মুদ্রাগুলো শুল্ক গোয়েন্দার মাধ্যমে বিমানবন্দর কাস্টমসের নিকট হস্তান্তর করা হবে, যা পরবর্তীতে সরকার কর্তৃক জব্দ হবে।

তিনি আরও জানান, যাত্রী বৈদেশিক মুদ্রা নীতিমালা অনুযায়ী নির্ধারিত পরিমাণ (১ বছরে সর্বোচ্চ ১২ হাজার ইউএস ডলার বা এর সমমূল্যের অন্য কোনো বৈদেশিক মুদ্রা) এর বেশি বৈদেশিক মুদ্রা নিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করায় তার নিকট হতে প্রাপ্ত সমুদয় বৈদেশিক মুদ্রা যাত্রীসহ আটক করা হয়।

;