ঘর গোছানো আর জাতীয় ঐক্যে গুরুত্ব দিচ্ছে বিএনপি



মুজাহিদুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট

  • Font increase
  • Font Decrease

ঢাকা: বেশ কয়েক বছর ধরে জোটের বাইরে সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্যের চেষ্টা করছে বিএনপি। তার সুফল না মিললেও পুরোপুরি হতাশ নয় দলটি। কিন্তু সেই প্রচেষ্টায় কতটা সফল হবে তা নিয়ে এক ধরনের হতাশা দেখা দিয়েছে। একইসঙ্গে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে কেন্দ্র করে নিজেদের ঘর গোছাচ্ছে বিএনপি।

ইতোমধ্যে সম্পন্ন করেছে বেশকিছু অসম্পূর্ণ কমিটি। এর আগে কয়েক দফায় চেষ্টা করেও সম্পন্ন করতে পারেনি দল পূণর্গঠনের কাজ। সিনিয়র নেতারা বলছেন, জুন-জুলাইয়ে বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলোর কমিটি সম্পন্ন করা হবে। এতে করে একদিকে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে অপরদিকে নতুন কমিটি আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ভুমিকা রাখবে।

দল পূণর্গঠন ও জাতীয় ঐক্যের মধ্য দিয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দলের চেয়ারপারসনের মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি আদায় করতে চায় বিএনপি। তবে জাতীয় ঐক্যের কথা যাদেরকে নিয়ে করার প্রস্তাব দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছে আদর্শগত অমিল।

সূত্র বলছে, চলতি বছরের জুলাই মাসে দল পূণর্গঠন পক্রিয়া শেষ করতে নীতিগত সিদ্ধন্তে পৌছেছে নেতারা। এর সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং তৃণমূলে সংগঠন পূণর্গঠনের দায়িত্বে রয়েছেন দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান।

একই সঙ্গে জাতীয় ঐক্যের প্রশ্নে ঐক্যমতে পৌছতে চায় দলটি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐক্যের বিষয়ে বিকল্প ধারা সভাপতি ডা. অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী, ড. কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্নাসহ কয়েকজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। এমনকি সমমনা অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গেও যোগাযোগ হচ্ছে বলেও জানিয়েছে দলের একাধিক সূত্র।

এ বিষয়ে জানতে চাইলে যুক্তফ্রন্টের মুখপাত্র ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বার্তা২৪.কম কে বলেন, এখন পর্যন্ত আমাদের কোনো ফরমাল কথা হয়নি। বিএনপি নেতারা আলাদাভাবে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছেন এমনকি আমার সঙ্গেও। একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াইটা করা উচিত।

জাতীয় ঐক্যের বিষয়ে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী সম্প্রতি এক ইফতার মাহফিলে বলেছেন, এমন একটা শক্তি দরকার যে ওদিকেও কন্ট্রোল করতে পারে, এদিকেও কন্ট্রোল করতে পারে। তারা যদি উঠে আসতে পারে তাহলে দেশের স্থিতিশীল বজায় থাকবে। তবে তিনিও জাতীয় ঐক্যের বিষয়ে বেশ কয়েকটি সভা সেমিনারে ইতিবাচক বক্তব্য দিয়েছেন।

অধ্যাপক বদরুদ্দোজার সঙ্গে কথা হয় বার্তা২৪.কম এর। তিনিও জানালেন আশার কথা। বললেন, আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে কোনো অনাকাঙ্খিত ঘটনা আমরা প্রত্যাশা করিনা। নির্বাচনের পরে দেশে কোনো সহিংসতা, জ্বালাও পোড়াও যেনো না হয় তার জন্য একটা জাতীয় ঐক্যের প্রয়োজন। এমন একটি ঐক্য যে ঐক্য উভয় দিকে কন্ট্রোল করতে পারবে। যারা বিপথে হাঁটবে আমরা তাদের সঙ্গে নেই।

এদিকে, শনিবার (২ জুন) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে যুক্তফ্রন্ট। নির্বাচনকালীন সময়ের জন্য দলীয় সরকারের পরিবর্তে নির্দলীয় নিরপেক্ষ ও জবাবদিহিমূলক সরকার গঠন করা দরকার বলেও মনে করে এই জোট।

তবে জামায়াতে ইসলামী ইস্যুতে জাতীয় ঐক্যে কিছুটা পিছুটান দেখা দিয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি দলের শীর্ষস্থানীয় নেতা বার্তা২৪.কম কে জানিয়েছে। জামায়াত যুদ্ধাপরাধী ইস্যুতে বিতর্কিত হওয়ায় অনেকের মধ্যে কিছুটা এলার্জি তো রয়েছেই। প্রকাশ্যে না বললেও মনে মনে এমনকি বিভিন্ন ফোরামে এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। জামায়াত নিয়ে যেহেতু অনেকের মধ্যে এলার্জি রয়েছে সেহেতু তাদেরকে বাইরে রেখে জাতীয় ঐক্যের পক্ষে মত দিয়েছে বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতারা।

তবে ২০ দলীয় জোট মনে করছে, নিজেদের অস্তিত্ব ধরে রাখতে ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবি আদায়ে রাজনৈতিক ঐক্য জরুরী। তাই যেকোনো শর্তে সমমনা দলগুলোর মধ্যে ঐক্য হওয়া সময়ের দাবি। তবে সেই ঐক্যে কারা থাকছে তা শীঘ্রই স্পষ্ট হবে বলেও দলের একাধিক নেতা জানিয়েছেন।

এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা গণতন্ত্র পূণরুদ্ধারের লক্ষ্যে জাতীয় ঐক্য গড়তে জাতীয়তাবাদী সকল শক্তিকে একত্রিত করার আহবান জানাচ্ছি। যারা গণতন্ত্র চাই তারা আমাদের সঙ্গে কাজ করবে বলে আমরা আশাবাদী। একইসঙ্গে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে কাজ করছি। সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রীকে মুক্ত করে তাকে সঙ্গে নিয়ে জনগনের ভোটাধিকার রক্ষায় জনগনকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাবো। এবং নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের দাবি আদায়ের মধ্য দিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠা লাভ করবে এটাই হবে আমাদের লক্ষ্য।

   

চট্টগ্রামে শিশুসহ মাকে ধর্ষণ, অভিযুক্ত আটক



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় ১১ বছর বয়সী এক শিশুসহ তার মাকে ধর্ষণের অভিযোগে মো. করিম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মে) তাকে আটক করা হয়েছে। তবে কখন, কোথায় থেকে আটক করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা হচ্ছে।

রাত ১০টায় বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেয়ামত উল্লাহ।

তিনি বার্তা২৪.কম-কে বলেন, ধর্ষণের অভিযোগে একজন আটক আছে। এ ঘটনার ভুক্তভোগী এজাহার সাবমিট করতেছে। এজাহার হাতে আসলে আইনগত ব্যবস্থা নেব।

;

সেনবাগে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
পানিতে ডুবে শিশুর মৃত্যু

পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • Font increase
  • Font Decrease

নোয়াখালীর সেনবাগে পুকুরের পানিতে ডুবে আনিশবা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনিশবা একই গ্রামের আমিরুল ইসলাম লিটনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির মা পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় শিশুটি বাহিরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। পরবর্তীতে বাড়ির পুকুরে আনিশবাকে ভাসতে দেখেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের নিকট নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি পরিবারের পক্ষ থেকে থানায় জানানো হয়নি। তবে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।

;

সিলেটে তালিকা হচ্ছে কিশোর গ্যাংয়ের টিম লিডার ও পৃষ্টপোষকদের



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সিলেটে নগরীতে আবারো বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। বিভিন্ন পাড়া-মহল্লায় চালাচ্ছে বিভিন্ন ধরণের অপকর্ম। তাদের অপকর্মে নগরীর বাসিন্দারা অনেকটা অসহায়। তবে এবার কিশোর গ্যাংয়ের অপতৎপরতা থামাতে টিম লিডার ও তাদের পৃষ্টপোষকের তালিকা তৈরি করতে সিলেট নগরীর ৬ থানার ওসিদের নির্দেশনা দিয়েছেন পুলিশ কমিশনার মো.জাকির হোসেন খান, পিপিএম।

সম্প্রতি এসএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে কিশোর গ্যাং সংক্রান্তে আলোচনা সভায় এই নির্দেশনা দেয়া হয়।

এর আগে গত ১৮ মে সিলেট নগরীতে কিশোর গ্যাংয়ের অপতৎপরতার বিষয়টি আইজিপি’র (ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ) নজরে নিয়ে আসেন সিলেট বিশিষ্টজনেরা। বিশিষ্টজনেরা বলেন, সিলেটে কিশোর গ্যাং সদস্যরা নানামুখী অপকর্ম করে যাচ্ছে। তাদের কারণে সরকারি বিভিন্ন অর্জনও ম্লান হতে চলেছে। কাজেই, তাদেরকে নিয়ন্ত্রণের এখনই মোক্ষম সময়।

জবাবে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আইজিপি আব্দুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম বলেন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকতে হবে। আপনার সন্তান কার সাথে মিশছে এবং নিয়মিত স্কুলে যাচ্ছে কী না-সেদিকে নিয়মিত তদারকি করতে হবে।

জানা যায়, সিলেট নগরীর রিকাবীবাজার, নাগরী চত্বর, দরগাহ গেইট, সুবিদবাজার, শিবগঞ্জ লাকড়িপাড়া মায়া টাওয়ার সংলগ্ন এলাকা, মনোয়ার সিএনজি পাম্পের সামনে, লামাবাজার, মির্জাজাঙ্গল, কুয়ারপার, ওসমানী মেডিকেল রোড, বাগবাড়ি, শামীমাবাদ, উপশহর ডি ব্লক ৩১নং রোডসহ বিভিন্ন এলাকা কিশোর গ্যাং সদস্যদের তৎপরতা দেখা যায়। ওই এলাকাগুলোতে কিশোর গ্যাংয়ের আড্ডা বসে এবং ছিনতাই থেকে শুরু করে সব ধরণের অপরাধের সাথে জড়াচ্ছে।

গত ৩মে আধিপত্য নিয়ে কিশোর গ্যাংয়ের হাতে খুন হয়েছের কিশোর মোহাম্মদ আলী নিশো। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানাধীন দত্তগ্রাম থেকে কিশোর গ্যাংয়ের চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-শান্তিগঞ্জ উপজেলার জামলাবাজ গ্রামের চাঁন মিয়ার পুত্র ফরহাদ মিয়া (২০), কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার মজলিশপুর গ্রামের নজরুল ইসলামের ছেল নূরনবী নুনু (১৯) ও একই থানার নোয়াহাটা গ্রামের নুর জামাল মিয়ার ছেলে রাহিম আহমদ (১৯) এবং হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার বগি গ্রামের জাকারিয়া মিয়ার ছেলে সাকিব আহমদ (১৯)। তারা সবাই ছড়ারপারের বিভিন্ন কলোনিতে থাকতেন। এদের মধ্যে ফরহাদ এ মামলার মূল আসামী।

এদিকে, মঙ্গলবার (২১মে) সিলেট মহানগর পুলিশ (এসএমপি) সদর দপ্তরের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মো.জাকির হোসেন খান, পিপিএম’র সভাপতিত্বে কিশোর গ্যাং সংক্রান্তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় পুলিশ কমিশনার সকল থানার অফিসার ইনচার্জদের থানা এলাকায় কিশোর গ্যাংয়ের হালনাগাদ তালিকা ও তথ্যাদি প্রণয়ন করা, কিশোর গ্যাংয়ের নাম, তাদের লিডারদের নাম এবং পৃষ্টপোষকের নামের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বলেন।

কিশোরগ্যাং সংক্রান্তে নিয়মিত চিঠি প্রেরণ, মিটিং করতে ও কোথায় মিটিং হয় তার ছবি প্রেরণের করতে বলেন পুলিশ কমিশনার। স্থানীয় পত্রিকাতে কিশোর গ্যাং সংক্রান্তে বিজ্ঞাপন দেয়ার জন্য ব্যবস্থা গ্রহণ ও বিশেষ করে শাহপরাণে কিশোর গ্যাং চিহ্নিত করতে ওসি শাহপরাণকে নির্দেশ প্রদান করেন। এছাড়াও নগরীর যেসকল স্থানে কিশোর গ্যাং কর্তৃক অপকর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে সে সমস্ত স্থানে পুলিশের নজরধারী বাড়ানোর জন্য সকল থানার ওসিদেরকে নির্দেশনা প্রদান করেন।

;

নিউমার্কেটে ফের চসিকের অভিযান, দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় ফের উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এসময় ফুটপাত ও সড়ক থেকে প্রায় দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদসহ পণ্যসামগ্রী জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৩ মে) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে অভিযান চলে।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ জানান, নিউমার্কেট মোড়, স্টেশন রোড, জুবিলি রোড, অমরচাঁদ রোডে অভিযানে ফুটপাত ও সড়ক থেকে প্রায় দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদসহ পণ্যসামগ্রী জব্দ করা হয়। অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা দিয়েছে।

;