৭ বগি নিয়ে কমলাপুরে উপবন এক্সপ্রেস



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ট্রেন, ছবি: সংগৃহীত

ট্রেন, ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সিলেট থেকে ঢাকায় আসার পথে কুলাউড়ায় দুর্ঘটনার কবলে পড়া উপবন এক্সপ্রেস সাতটি বগি নিয়ে কমলাপুর স্টেশনে পৌঁছেছে।

সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ট্রেনটি কমলাপুর এসে পৌঁছায়।

আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন

কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মো. আমিনুল হক বিষয়টি নিশ্চিত করে বার্তা২৪.কমকে জানান, দুর্ঘটনায় উপবন এক্সপ্রেসের ইঞ্জিন এবং মোট ১৭টি বগির মধ্যে সাতটি বগি অক্ষত রয়েছে। দুর্ঘটনার পর রাত ৩টার দিকে সাত বগি নিয়ে ছেড়ে আসে উপবন এক্সপ্রেস। সকাল সাড়ে ৯টার দিকে ট্রেনটি কমলাপুর রেল স্টেশনের চার নম্বর প্লাটফর্মে এসে পৌঁছায়।

আরও পড়ুন: ঢাকা-সিলেট রেলপথের স্লিপারে স্লিপারে ‘মৃত্যুফাঁদ’

তিনি আরো জানান, ঢাকা-সিলেট রুটে জয়ন্তিকা এক্সপ্রেস ও কালনী এক্সপ্রেসের সিডিউল আজকের জন্য বাতিল করা হয়েছে। এদিকে কমলাপুর স্টেশন থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস সকালে ছেড়ে গেলেও কুলাউড়া পর্যন্ত যাবে। কুলাউড়া থেকেই আবার ট্রেনটি ঢাকায় ফিরবে।

আরও পড়ুন: উপবন এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে নিহত ৮, আহত শতাধিক

উল্লেখ্য, রোববার (২৩ জুন) দিনগত রাত সাড়ে ১১টার দিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা উপবন এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে রেলসেতু ভেঙে খালে পড়ে যায়। এতে আট যাত্রী নিহত হন। আহত হন শতাধিক যাত্রী।

   

নারিকেল গাছে ‘মানুষের মুখ’, এলাকায় চাঞ্চল্য!



ছাইদুর রহমান নাঈম, উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কটিয়াদী (কিশোরগঞ্জ)
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

সবুজ শ্যামল ছায়াঘেরা প্রকৃতি। এর মধ্যে ঠায় দাঁড়িয়ে আছে কয়েকটি নারিকেল গাছ। এর মধ্যে একটি নারিকেল গাছে ভেসে ওঠেছে মানুষ আকৃতির চেহারা। হঠাৎ এই দৃশ্য গাছের মালিকের চোখে পড়ে। পরে এটি বাড়ির অন্যদের জানালে মুহূর্তের মধ্যে এলাকায় জানাজানি হলে মানুষের ভিড় জমে।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের চেওরাইদ গ্রামের কৃষক ফরিদের বাড়িতে এমন দৃশ্য দেখা যায়। অনেকেই বিষয়টি অলৌকিক বলে প্রচার করছেন। কেউ আবার স্বাভাবিক প্রকৃতির খেয়ালিপনাও মনে করছেন।

শুক্রবার (২৪ মে) ঘটনার প্রথম জানাজানি হয়। ওদিন থেকেই গাছটিকে ঘিরে মানুষের ভিড় জমছে। অনেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে এ নিয়ে শুরু হয় নানান আলোচনা। এলাকায় ছড়িয়ে পড়ছে চাঞ্চল্য৷

শনিবার (২৫ মে) সরেজমিনে দেখা যায়, বাড়ির আশপাশে মানুষের ভিড়। কৌতূহল নিয়ে তাকিয়ে দেখছেন অনেকেই। এর আগে এমন দৃশ্য দেখেননি এলাকার মানুষ বলে তারা জানান। মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ার পর কৌতূহল নিয়ে তারা দেখতে এসেছেন।

নারিকেল গাছে মানুষের মুখ

এসময় কথা হয় স্থানীয় টোকনগর গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম ইমন, মেহেদী ও হারুনের সাথে। তারা বলেন, লোকমুখে শুনে নারিকেল গাছে মানুষ আকৃতির চেহারা দেখলাম। এটি অলৌকিক হউক বা স্বাভাবিকই হউক। দেখার পরে বিস্মিত হলাম আমরা।

গাছের মালিক ফরিদ বলেন, শুক্রবার বাড়িতে শুয়ে মোবাইল দেখছিলাম। হঠাৎ জানালা দিয়ে গাছের দিকে চোখ পড়তেই দেখি মানুষের আকৃতির মতো। শুরুতে ভয় পেয়ে যাই। পরে বাড়ির সবাইকে দেখাই। আমরা এটিকে স্বাভাবিক কিছুই মনে করছি, তবে মানুষ দেখতে আসছে।

টোক বীর উজলী ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আক্তার হোসেন বলেন, আমি এটা দেখিনি। কী কারণে এমন হলো দেখলে বলতে পারব।

কাপাসিয়া উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক বার্তা২৪.কমকে বলেন, আপনার থেকেই শুনলাম বিষয়টি। এটি অলৌকিক কিছু না। গাছের সার ও খাদ্যের অভাবে এমন আকৃতি ধরতে পারে। আকৃতির পরিবর্তনের কারণে হয়তো ভিন্নরকম দেখাচ্ছে।

;

ভেড়ামারায় ঢাকাগামী ট্রেন বহাল রাখার দাবি নাগরিক কমিটির



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
ভেড়ামারায় ঢাকাগামী ট্রেন বহাল রাখার দাবি নাগরিক কমিটির

ভেড়ামারায় ঢাকাগামী ট্রেন বহাল রাখার দাবি নাগরিক কমিটির

  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ার ভেড়ামারায় ঢাকাগামী ট্রেন বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নাগরিক কমিটি। খুলনা-ঢাকা চিত্রা এক্সপ্রেস ট্রেন ভেড়ামারা রুটে বহাল রাখার দাবিতে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। 

শনিবার (২৫ মে) দুপুরে ভেড়ামারা রেল স্টেশনে মানববন্ধনে ভেড়ামারা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র শামিমুল ইসলাম ছানা, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি ডা. এস এম মুসতানজিদ এবং ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন।

বক্তারা অবিলম্বে কুষ্টিয়ার ভেড়ামারা হয়ে যেভাবে চিত্রা এক্সপ্রেস ট্রেন চলাচল করতো তা পরিবর্তন না করার দাবি জানান। দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, আগামী ১লা জুন থেকে খুলনা থেকে যশোর পদ্মবিলা দিয়ে ঢাকা রুটে চিত্রা এক্সপ্রেস ট্রেন চলাচল করার ঘোষণা দিয়েছে রেল কর্তৃপক্ষ। এতে কুষ্টিয়ার পোড়াদহ, মিরপুর, ভেড়ামারার মানুষ এই ট্রেনে ঢাকা যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন।

;

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে নুরুল আবছার (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ মে) বেলা ১২টার দিকে হাটহাজারী পৌরসভার একটি নবনির্মিত ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবছার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেওয়ান নগরস্থ খেরুপাড়া এলাকার আবদুল লতিফের ছেলে।

হাটহাজারী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আলী আজম জানান, হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের কর্মচারী নুরুল আবছার চাকরির পাশাপাশি হাটহাজারী বাজারে একটি ওয়েল্ডিংয়ের দোকানের ব্যবসা করতেন। তার দোকানের কর্মচারীরা ঘটনার দিন একটি নব নির্মিত ভবনে কাজ করতে যায়। তিনি সেখানে কাজের তদারকি করতে গেলে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হন। সাথে সাথে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া একজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিলো। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিলো।

;

ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে চসিকের মাইকিং, কন্ট্রোলরুম চালু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ঘূর্নিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে মাইকিং করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এছাড়া জনগণকে তথ্যসেবা দিতে নগরীর দামপাড়াস্থ চসিকের বিদ্যুৎ বিভাগে চালু করা হয়েছে জরুরি কন্ট্রোল রুম।

শনিবার (২৫ মে) দুপুরে চালু হওয়া এ কন্ট্রোল রুম থেকে দুর্যোগ না কাটা পর্যন্ত ২৪ ঘণ্টা দুর্যোগকবলিত জনগণের প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে। কন্ট্রোল রুমের নম্বর ০১৮১৮৯০৬০৩৮।

চসিকের গৃহীত পদক্ষেপ সম্পর্কে সচিব মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, রেমালের ক্ষয়ক্ষতি কমাতে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর নির্দেশে কন্ট্রোল রুম খোলা হয়েছে। রেমালের ঝুঁকি না কমা পর্যন্ত কন্ট্রোল রুম থেকে নাগরিকদের তথ্য সেবা দেয়া হবে।

এছাড়া, রেড ক্রিসেন্টের সহায়তায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং শুরু করেছি যাতে ঝুঁকিতে থাকা নাগরিকরা নিরাপদ আশ্রয়ে চলে যান। জরুরি প্রয়োজনে বিতরণের জন্য শুকনো খাবারের ত্রাণও প্রস্তুত করা হয়েছে।

আগামীকাল রোববার সকাল সাড়ে ১১টায় নগরীর টাইাগারপাসস্থ চসিক কার্যালয়ে মেয়র রেজাউল করিমের সভাপতিত্বে দুর্যোগ মোকাবিলায় করণীয় নির্ধারণে সভা হবে বলে জানান তিনি।

;