টাকার বান্ডিল ছড়িয়ে ছিটিয়ে এফআর টাওয়ারের ভেতরে



শাহারিয়ার হাসান ও মনি আচার্য্য, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
এফআর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণ ও আটকে পড়াদের উদ্ধারে কাজ করে ফায়ার সার্ভিস ও বিমান বাহিনী/ ফাইল ছবি

এফআর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণ ও আটকে পড়াদের উদ্ধারে কাজ করে ফায়ার সার্ভিস ও বিমান বাহিনী/ ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

রাজধানীর বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এফআর টাওয়ারের বিভিন্ন ফ্লোরের ভেতরে টাকার বান্ডিল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এছাড়া ভবনটির বিভিন্ন ফ্লোরে ৪০ থেকে ৫০টি ল্যাপটপ ও নানা মূল্যবান জিনিসপত্র দেখতে পেয়েছেন ফায়ারের উদ্ধার কর্মীরা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টাকা, ল্যাপটপ ও এসব মূল্যবান জিনিসপত্র ভবনটিতে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের অফিসের সম্পত্তি। আগুন লাগার পর এসব জিনিসের মায়া ত্যাগ করে প্রাণে বাঁচার আশায় এসব ফেলেই অফিস ত্যাগ করেছেন ভবনটির বিভিন্ন অফিসে কর্মরতরা।

শুক্রবার (২৯ মার্চ) দুপুরে ভবনটির ভেতরে উদ্ধার কাজে কর্মরত ফায়ার ফাইটার ও সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিদগ্ধ ভবনটির ৮, ৯ ও ১০ তলায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটির এই তিনটি তলাসহ ওপড়ের দিকে আরও বেশ কয়েকটি তলায় বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের একাউন্স, মার্কেটিং ও আইটি অফিস থাকতে পারে। সেসব অফিস আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব প্রতিষ্ঠানে থাকা টাকার বান্ডিল, ল্যাপটপ ও মূল্যবান জিনিসপত্র এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/29/1553855490292.jpg

এসব মালামাল ও জিনিসপত্র কিভাবে হস্তান্তর করা হবে- ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের সঙ্গে এ আলোচনা করতে শোনা যায়। এই সময় তাদের বলতে শোনা যায়, ভবনের ভেতরে টাকার বান্ডিল ছড়িয়ে ছিটিয়ে আছে। ৪০ থেকে ৫০টি ল্যাপটপ আছে।

এ বিষয়ে পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদ ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বলেন, ‘পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পুলিশ ও ফায়ার সার্ভিস মিলে সম্পদগুলো ভবন মালিকদের কাছে হস্তান্তর করা হবে।’

এ বিষয়ে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামকে বলেন, ‘বিল্ডিংয়ের ভেতর অনেক মালামাল ও মূল্যবান জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফায়ার সার্ভিস আমাদের কাছে ভবনের দায়িত্ব বুঝিয়ে দিলে সংশ্লিষ্ট অফিসের মালিক ও ফ্ল্যাট মালিকদের সঙ্গে নিয়ে সার্চ অভিযান চালাব। পুলিশের ২২টি টিম ভবনের ২২টি ফ্লোরে কাজ করবে এই অভিযানে।’

তিনি বলেন, ‘নির্দিষ্ট অফিসের মালিকই যেন নির্দিষ্ট অফিসে ঢুকতে পারে সেই বিষয়টি নিশ্চিত করা হবে। তাদের সঙ্গে নিয়ে মালামাল বুঝিয়ে দিয়ে ভবনের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। মালামাল বুঝিয়ে না দেওয়া পর্যন্ত ভবনটি ঘিরে রাখা হবে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটে বনানীর ২২ তলা বিশিষ্ট এফআর টাওয়ারে আগুন লাগে। পরে এ আগুন ওপরে ও নিচে ছড়িয়ে পড়ে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ভবনটির ৯তলায় শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্রের বিস্ফোরণ থেকে এ আগুনের সূত্রপাত হয়।

এ সময় ভবনটিতে আটকা পড়েন বহু মানুষ। বিশেষ করে ১১, ১২ ও ১৩ তলায় অবস্থানরতরা অতিরিক্ত ধোঁয়া ও অত্যধিক তাপের কারণে আতঙ্কগ্রস্ত হয়ে ছুটাছুটি করতে থাকেন। আটকে পড়া লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাচের জানালা ভেঙে দেন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/29/1553855512562.jpg

সময় বাড়ার সাথে সাথে এই আগুন ভয়াবহ রূপ নেয়। জীবন বাঁচাতে অনেকে ভবন থেকে লাফ দেন। এই সময় শ্রীলঙ্কান নাগরিক নিরোস লাফিয়ে পড়ে আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এর বাইরে আরও পাঁচ জন লাফিয়ে পড়ে নিহত হন।

অনেককেই জানালার কাছে এসে হাত নাড়িয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের দৃষ্টি করতে দেখা যায়, যা এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি করে। ফায়ার সার্ভিসের সাথে আগুন নেভানোর কাজে দেখা যায় বিমান বাহিনীর সদস্যদের। পাঁচটি হেলিকপ্টার নিয়ে তারা হাতিরঝিল থেকে পানি নিয়ে ভবনটির আগুন নেভানোর চেষ্টা করেন।

প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও উদ্ধার কাজ চলে রাতভর। সন্ধ্যায় আগুন নেভানোর পর ভবনটির ভেতর থেকে উদ্ধার করা হয় ভবনটিতে কর্মরত একাধিক ব্যক্তির লাশ। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান কয়েকজন। সব মিলিয়ে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছেন মোটি ২৫ জন।

   

ত্রিশালে গর্ত খুঁড়ে দু’শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
ত্রিশালে গর্ত খুঁড়ে দু’শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার

ত্রিশালে গর্ত খুঁড়ে দু’শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার

  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহের ত্রিশালে গর্ত খুঁড়ে এক নারীসহ দু’শিশুর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ মে) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচরের নয়াপাড়া এলাকা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

ত্রিশাল থানার ইনচার্জ (ওসি) মো কামাল হোসেন জানান, বিকেলে এলাকাবাসীর সহায়তায় একটি গর্ত খুঁড়ে দুই শিশু ও এক নারীর মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে হত্যার পর মরদেহগুলো এখানে গর্ত করে মাটি চাপা দেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। ওই এলাকায় এখনও পুলিশের অভিযান চলছে। মরদেহগুলো উদ্ধার করে ত্রিশাল থানায় নেওয়া হয়েছে।

;

গণপূর্তের কাজ গুণগত মান বজায় রেখে অর্থ সাশ্রয়ের সুপারিশ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

  • Font increase
  • Font Decrease

সারাদেশে চলমান গণপূর্ত অধিদফতরের নির্মাণ কাজে গুণগত মান বজায় রেখে অর্থ সাশ্রয়ী করার সুপারিশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

মঙ্গলবার (২১ মে) দুপুরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি'র বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্থায়ীয় কমিটির সভাপতি শরীফ আহমেদ। বৈঠকে কমিটির সদস্য এম. আবদুল লতিফ, মো. মজিবর রহমান (মজনু) ও আবদুল হাফিজ মল্লিক অংশগ্রহণ করেন।

বৈঠকে জাতীয় গৃহায়ণ কতৃপক্ষ কর্তৃক গৃহীত বিভিন্ন প্রকল্প এবং আবাসন পরিদফতরের সামগ্রিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। কমিটি সরকারি আবাসন পরিদফতরের বাসা বৃদ্ধি করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সরকারি বাসা প্রাপ্তির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান স্থপতিসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

;

মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় আহত ইউপি সদস্যের মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় আহত এক ইউপি সদস্য গোপাল চন্দ্র চৌধুরী (৫৫) মারা গেছেন।

মঙ্গলবার (২১ মে) সকাল ৬টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গোপাল চন্দ্র চৌধুরী মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ।

জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় মাথায় গুরুতর আহত গোপাল চন্দ্র চৌধুরী।

পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তিনদিন লাইফ সাপোর্টে থাকার পর মারা যান তিনি।

খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আবছার জানান বলেন, শুক্রবার সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন আমাদের ইউপি সদস্য গোপাল চন্দ্র চৌধুরী। পরে আজ (মঙ্গলবার) ভোর ৬টার দিকে নগরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

;

চসিকে সংযুক্ত হল ৪০ ময়লার কন্টেনার



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামের পরিচ্ছন্ন কার্যক্রমে গতি আনয়নের লক্ষে চিটাগং ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) থেকে ৪০টি ময়লার কন্টেনার কিনেছে চট্টগ্রাম সিটি করপোরেশন৷

মঙ্গলবারর (২১ মে) দুপুরে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ের রাস্তার সম্মুখে (বিন্নাঘাস এলাকা) চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর কাছে কন্টেনারগুলো হস্তান্তর করেন সিডিডিএলের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মো. বেনজীর মাহমুদ৷

এছাড়া, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) ব্যবস্থাপক মো. মফিজ উদ্দিন চসিকের ৪টি বর্জ্য অপসারণে ব্যবহৃত গাড়ি সংস্কার করে চসিক মেয়রের কাছে হস্তান্তর করেন৷

অনুষ্ঠানে মেয়র বলেন, নগরীকে পরিচ্ছন্ন রাখতে আমরা সক্ষমতা বৃদ্ধিতে মনোযোগ দিচ্ছি। এজন্য আমরা সরকারি প্রতিষ্ঠান সিডিডিএল থেকে উন্নতমানের ৪০টি উন্নতমানের কন্টেনার কিনেছি এবং বিআরটিসি থেকে পরিচ্ছন্ন কার্যক্রমে ব্যবহৃত গাড়ি সংস্কার করছি৷ এর ফলে পরিচ্ছন্ন কাজের মান বাড়বে, বাঁচবে চসিকের ব্যয়৷

'চসিকের পরিচ্ছন্ন কার্যক্রমের গতি বাড়াতে নানামুখী কার্যক্রম নেয়া হয়েছে। তবে, নগরবাসী পরিচ্ছন্ন চট্টগ্রাম চাইলেও এসটিএস স্থাপন করতে গেলে বিভিন্ন ধরনের বাধা প্রদান করেন। এজন্য আমরা ব্যয়বহুল হলেও আন্ডারগ্রাউন্ড এসটিএস করতে চাচ্ছি। বিদ্যমান দুটি ল্যান্ডফিল্ড পূর্ণ হয়ে আসায় ৫০ একর জায়গা ক্রয়ের চিন্তাও করছি। এছাড়া, বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত একাধিক প্রস্তাব পেয়েছি। প্রস্তাবগুলো আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নিবে।'

এসময় আরও উপস্থিত ছিলেন- চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমি, কাউন্সিলর নুরুল হক, নিছার উদ্দিন মঞ্জু, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আকবর আলী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহি, সহকারী প্রকৌশলী নাসিরুদ্দিন রিফাত, রুবেল চন্দ্র দাশ, সিডিডিএলের পক্ষে ক্যাপ্টেন আল আমীন চৌধুরী, ক্যাপ্টেন এম টি সাগর, ক্যাপ্টেন সাইফুল মুলক।

;