পদ্মাসেতুতে উঠতে মানা করায় খালেদাকে পাগল বললেন শেখ হাসিনা



সেন্ট্রাল ডেস্ক ৪

  • Font increase
  • Font Decrease
পদ্মাসেতুতে উঠতে নিষেধ করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যকে পাগলের প্রলাপ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন এই ধরনের ‘পাগলের’ বক্তব্য দেশবাসী শুনবে না। বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন শেখ হাসিনা। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পী পদ্মাসেতু নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন প্রধানমন্ত্রীর কছে। গত ২ জানুয়ারি রাজধানীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে পদ্মাসেতুতে না উঠতে দেশবাসীর প্রতি আহ্বান জানান খালেদা জিয়া। সেদিন তিনি বলেন, ‘আওয়ামী লীগের আমলে এই সেতু হবে না। কোনো একটা যদি জোড়াতালি বানায়, সেই সেতুতে কেউ উঠতে যাবেন না, অনেক রিস্ক আছে।’ এই বক্তব্যের দুই দিন পর খালেদা জিয়ার বুদ্ধিমত্তা নিয়ে এবং পরে তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রধানমন্ত্রী। সংসদে শেখ হাসিনা বলেন, ‘এ ধরনের মন্তব্যকে পাগলের প্রলাপ হিসেবে মেনে নেওয়াই ভালো। আমার মনে হয় এই ধরনের পাগলের কথায় কারও বেশি মনোযোগ না দেওয়াই ভালো। কারণ কোনো সুস্থ মানুষ এ ধরনের কথা বলতে পারেন না।’ পদ্মসেতু জোড়াতালি দিয়ে তৈরি হচ্ছে-খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে খালেদা জিয়া বলেন, ‘সেতু তো বিভিন্ন পার্ট (অংশ) তৈরি করে করে নির্মাণ হয়। এক্ষেত্রে তো জোড়া দিয়েই সেতু করা হয়। জোড়া না দিলে তো সেতু হয় না।’ ‘কিন্তু, উনি (খালেদা জিয়া) জোড়াতালি দিয়ে কী বোঝাতে চেয়েছেন, তা আমার বোধগম্য নয়। তবে, বাংলাদেশে তো একটা প্রচলিত কথা রয়েছে পাগলে কি না কয়, ছাগলে কি না খায়।’ বিশ্ব ব্যাংকের সঙ্গে জটিলতার পর সরকার নিজস্ব উদ্যোগে ৩০ হাজার কোটি টাকায় পদ্মা নদীর উপর ৬ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণ করছে। প্রকল্পের কাজ দেওয়া হয়েছে চীনা প্রতিষ্ঠানকে। অন্য এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন চলতি বছরের শেষ দিকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় সেতুতে যান চলাচল শুরু হবে বলে আশা করছেন তিনি। আর এই সেতু চালু হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এক শতাংশের বেশি বাড়বে আর দারিদ্র্যের হার দশমিক ৪৬ শতাংশ হারে কমবে। এই সেতু নির্মাণের সময় বিশ্বব্যাংকের দুর্নীতি চেষ্টার অভিযোগ নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, তার আত্মবিশ্বাস ছিল বলেই তিনি বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ দিয়েছিলেন। আর এখন প্রমাণ হয়েছে, এই সেতুতে কোনো দু্র্নীতি হয়নি। ‘দুর্নীতি করতে নয়, দেশের মানুষর ভাগ্য গড়তে এসেছি’- আত্মবিশ্বাসের সঙ্গে বলেন শেখ হাসিনা।
   

নারিকেল গাছে ‘মানুষের মুখ’, এলাকায় চাঞ্চল্য!



ছাইদুর রহমান নাঈম, উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কটিয়াদী (কিশোরগঞ্জ)
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

সবুজ শ্যামল ছায়াঘেরা প্রকৃতি। এর মধ্যে ঠায় দাঁড়িয়ে আছে কয়েকটি নারিকেল গাছ। এর মধ্যে একটি নারিকেল গাছে ভেসে ওঠেছে মানুষ আকৃতির চেহারা। হঠাৎ এই দৃশ্য গাছের মালিকের চোখে পড়ে। পরে এটি বাড়ির অন্যদের জানালে মুহূর্তের মধ্যে এলাকায় জানাজানি হলে মানুষের ভিড় জমে।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের চেওরাইদ গ্রামের কৃষক ফরিদের বাড়িতে এমন দৃশ্য দেখা যায়। অনেকেই বিষয়টি অলৌকিক বলে প্রচার করছেন। কেউ আবার স্বাভাবিক প্রকৃতির খেয়ালিপনাও মনে করছেন।

শুক্রবার (২৪ মে) ঘটনার প্রথম জানাজানি হয়। ওদিন থেকেই গাছটিকে ঘিরে মানুষের ভিড় জমছে। অনেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে এ নিয়ে শুরু হয় নানান আলোচনা। এলাকায় ছড়িয়ে পড়ছে চাঞ্চল্য৷

শনিবার (২৫ মে) সরেজমিনে দেখা যায়, বাড়ির আশপাশে মানুষের ভিড়। কৌতূহল নিয়ে তাকিয়ে দেখছেন অনেকেই। এর আগে এমন দৃশ্য দেখেননি এলাকার মানুষ বলে তারা জানান। মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ার পর কৌতূহল নিয়ে তারা দেখতে এসেছেন।

নারিকেল গাছে মানুষের মুখ

এসময় কথা হয় স্থানীয় টোকনগর গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম ইমন, মেহেদী ও হারুনের সাথে। তারা বলেন, লোকমুখে শুনে নারিকেল গাছে মানুষ আকৃতির চেহারা দেখলাম। এটি অলৌকিক হউক বা স্বাভাবিকই হউক। দেখার পরে বিস্মিত হলাম আমরা।

গাছের মালিক ফরিদ বলেন, শুক্রবার বাড়িতে শুয়ে মোবাইল দেখছিলাম। হঠাৎ জানালা দিয়ে গাছের দিকে চোখ পড়তেই দেখি মানুষের আকৃতির মতো। শুরুতে ভয় পেয়ে যাই। পরে বাড়ির সবাইকে দেখাই। আমরা এটিকে স্বাভাবিক কিছুই মনে করছি, তবে মানুষ দেখতে আসছে।

টোক বীর উজলী ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আক্তার হোসেন বলেন, আমি এটা দেখিনি। কী কারণে এমন হলো দেখলে বলতে পারব।

কাপাসিয়া উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক বার্তা২৪.কমকে বলেন, আপনার থেকেই শুনলাম বিষয়টি। এটি অলৌকিক কিছু না। গাছের সার ও খাদ্যের অভাবে এমন আকৃতি ধরতে পারে। আকৃতির পরিবর্তনের কারণে হয়তো ভিন্নরকম দেখাচ্ছে।

;

ভেড়ামারায় ঢাকাগামী ট্রেন বহাল রাখার দাবি নাগরিক কমিটির



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
ভেড়ামারায় ঢাকাগামী ট্রেন বহাল রাখার দাবি নাগরিক কমিটির

ভেড়ামারায় ঢাকাগামী ট্রেন বহাল রাখার দাবি নাগরিক কমিটির

  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ার ভেড়ামারায় ঢাকাগামী ট্রেন বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নাগরিক কমিটি। খুলনা-ঢাকা চিত্রা এক্সপ্রেস ট্রেন ভেড়ামারা রুটে বহাল রাখার দাবিতে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। 

শনিবার (২৫ মে) দুপুরে ভেড়ামারা রেল স্টেশনে মানববন্ধনে ভেড়ামারা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র শামিমুল ইসলাম ছানা, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি ডা. এস এম মুসতানজিদ এবং ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন।

বক্তারা অবিলম্বে কুষ্টিয়ার ভেড়ামারা হয়ে যেভাবে চিত্রা এক্সপ্রেস ট্রেন চলাচল করতো তা পরিবর্তন না করার দাবি জানান। দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, আগামী ১লা জুন থেকে খুলনা থেকে যশোর পদ্মবিলা দিয়ে ঢাকা রুটে চিত্রা এক্সপ্রেস ট্রেন চলাচল করার ঘোষণা দিয়েছে রেল কর্তৃপক্ষ। এতে কুষ্টিয়ার পোড়াদহ, মিরপুর, ভেড়ামারার মানুষ এই ট্রেনে ঢাকা যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন।

;

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে নুরুল আবছার (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ মে) বেলা ১২টার দিকে হাটহাজারী পৌরসভার একটি নবনির্মিত ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবছার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেওয়ান নগরস্থ খেরুপাড়া এলাকার আবদুল লতিফের ছেলে।

হাটহাজারী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আলী আজম জানান, হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের কর্মচারী নুরুল আবছার চাকরির পাশাপাশি হাটহাজারী বাজারে একটি ওয়েল্ডিংয়ের দোকানের ব্যবসা করতেন। তার দোকানের কর্মচারীরা ঘটনার দিন একটি নব নির্মিত ভবনে কাজ করতে যায়। তিনি সেখানে কাজের তদারকি করতে গেলে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হন। সাথে সাথে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া একজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিলো। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিলো।

;

ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে চসিকের মাইকিং, কন্ট্রোলরুম চালু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ঘূর্নিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে মাইকিং করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এছাড়া জনগণকে তথ্যসেবা দিতে নগরীর দামপাড়াস্থ চসিকের বিদ্যুৎ বিভাগে চালু করা হয়েছে জরুরি কন্ট্রোল রুম।

শনিবার (২৫ মে) দুপুরে চালু হওয়া এ কন্ট্রোল রুম থেকে দুর্যোগ না কাটা পর্যন্ত ২৪ ঘণ্টা দুর্যোগকবলিত জনগণের প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে। কন্ট্রোল রুমের নম্বর ০১৮১৮৯০৬০৩৮।

চসিকের গৃহীত পদক্ষেপ সম্পর্কে সচিব মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, রেমালের ক্ষয়ক্ষতি কমাতে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর নির্দেশে কন্ট্রোল রুম খোলা হয়েছে। রেমালের ঝুঁকি না কমা পর্যন্ত কন্ট্রোল রুম থেকে নাগরিকদের তথ্য সেবা দেয়া হবে।

এছাড়া, রেড ক্রিসেন্টের সহায়তায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং শুরু করেছি যাতে ঝুঁকিতে থাকা নাগরিকরা নিরাপদ আশ্রয়ে চলে যান। জরুরি প্রয়োজনে বিতরণের জন্য শুকনো খাবারের ত্রাণও প্রস্তুত করা হয়েছে।

আগামীকাল রোববার সকাল সাড়ে ১১টায় নগরীর টাইাগারপাসস্থ চসিক কার্যালয়ে মেয়র রেজাউল করিমের সভাপতিত্বে দুর্যোগ মোকাবিলায় করণীয় নির্ধারণে সভা হবে বলে জানান তিনি।

;