অটোরিকশার সঙ্গে ওড়না পেঁচিয়ে ছাত্রীর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে যাত্রীবাহী ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে সামিয়া আক্তার রুপা (১০) নামে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ (১ জুন) দুপুরে পৌরশহরে ইটেরপুল এলাকায় সড়কে এ ঘটনা ঘটে।

সামিয়া সদর উপজেলার দালাল বাজার ইউনিয়েনের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মোহাম্মদ সোহেলর মেয়ে ও কামান খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার দালাল বাজার নিজ বাড়ির অটোরিকশা যোগে বাসটার্মিনাল আসার পথে ইটেরপুল এলাকায় সড়কে অসাবধানতাবশত: গলায় থাকা ওড়না অটোরিকশার মোটরের সঙ্গে পেঁচিয়ে নিচে পড়ে যায়। ওই ছাত্রীটির সঙ্গে থাকা তার আত্বীয়স্বজনরা চিৎকার করলে চালক অটোরিকশা থামিয়ে দেন। পরে অচেতন অবস্থায় ওই ছাত্রীটিকে তাৎক্ষণিকভাবে সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার ছাত্রীকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন জানান, অটোরিকশার মোটরের সঙ্গে অসাবধানতাবশত: ওই ছাত্রীটির গলার ওড়না পেঁচিয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থানেওয়া হচ্ছে। মৃতদেহ সদর হাসপাতালের মর্গে রাখা আছে।

বিজ্ঞাপন

সদর থানার উপ-পরিদর্শক বেলায়েত হোসেন জানান, আলামত সংগ্রহ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য অটোরিক্সা চালককে আটক করা হয়েছে।

সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) জানান, গলায় ফাঁস লেগে ছাত্রীটির মৃত্যু হয়েছে। হাসপাতালে আনলে তাকে মৃত পাওয়া যায়।