ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ১৪ জুন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আসন্ন ঈদুল আজহায় ট্রেনের আগাম টিকিট বিক্রি আগামী ১৪ জুন থেকে শুরু হবে। এই ঈদেও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে।

রেল মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি নিয়ে আগামী ৩০ মে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবেন।

রেলের কর্মপরিকল্পনা অনুযায়ী, আগামী ১৪ জুন পাওয়া যাবে ২৪ জুনের টিকিট। একইভাবে ১৫ জুন দেওয়া হবে ২৫ জুনের; ১৬, ১৭ ও ১৮ জুন পর্যায়ক্রমে ২৬ জুন, ২৭ জুনের এবং ২৮ জুনের অগ্রিম টিকিট দেওয়া হবে। আর ঈদযাত্রার ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে ২২ জুন থেকে।

গত ঈদের অভিজ্ঞতায় দেখা গেছে, দিনের শুরু থেকেই রেলের পশ্চিমাঞ্চলের টিকিটের চাহিদা তুলনামূলক বেশি থাকে। কিন্তু পশ্চিমাঞ্চলের যাত্রীরা আশানুরূপ টিকিট পায় না। আর পূর্বাঞ্চলের টিকিট অবিক্রিত থেকে যায়। আবার সার্ভারেও অনেক বেশি চাপ তৈরি হয়। তাই এবার পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের টিকিট আলাদা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে। আর পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ১২টা থেকে বিক্রি শুরু হবে।

রেলের কর্মপরিকল্পনা অনুযায়ী, ২৬ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পরদিন থেকে পাঁচ দিন চাঁদপুর-চট্টগ্রাম ও ঢাকা-দেওয়ানগঞ্জ পথে তিন জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। এক জোড়া বিশেষ ট্রেন চলবে ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে। আর ঈদুল ফিতরে এক জোড়া নতুন ট্রেনের যাত্রা শুরু হবে ঢাকা-চিলাহাটি-ঢাকা রুটে।

এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ১৭ আগস্ট



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে শুরু হতে পারে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি। শিক্ষা মন্ত্রণালয় সম্মতি দিলে ১৭ আগস্ট শুরু হবে পরীক্ষা।

বিষয়টি রোববার (৪ জুন) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি বলেন, এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা ১৭ আগস্ট থেকে শুরু করার বিষয়ে আমরা একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মন্ত্রণালয় সম্মতি দিলে ১৭ আগস্ট থেকেই পরীক্ষা শুরু হবে।

বিকল্প কোনো তারিখ প্রস্তাব করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা শুধু ১৭ আগস্ট পরীক্ষা শুরুর প্রস্তাবনা পাঠিয়েছি। তবে শিক্ষা মন্ত্রণালয় চাইলে অন্য কোনোদিন থেকেও পরীক্ষা শুরু করতে পারে।

কোভিড ও বন্যাসহ নানা কারণে শিক্ষাপঞ্জিতে পরিবর্তন আসায় গত কয়েক বছর ধরেই এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিলের পরিবর্তে কয়েকমাস দেরিতে অনুষ্ঠিত হচ্ছে। তবে আগামী বছর থেকে নির্ধারিত সময়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

;

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আজমত উল্লা খান



সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে অ্যাড. আজমত উল্লা খানকে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (৪ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০২০ এর ধারা ৭(১) ও ৭(২) অনুযায়ী অ্যাড. আজমত উল্লা খানকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।

এতে ওরো বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

;

একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দিন যত যাচ্ছে, ডেঙ্গু পরিস্থিতি ততই ভয়াবহ হচ্ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৭ জন।

রোববার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৩ জুন) সকাল ৮টা থেকে রোববার (৪ জুন) একই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে আরও ৯৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৮৭ জন ঢাকায় চিকিৎসাধীন। বাকি ১০ জন রাজধানীর বাইরে চিকিৎসা নিচ্ছেন।

এই সময় আরও তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৮৭ জন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩৩৮ এবং ঢাকার বাইরে ৪৯ রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ৪ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট দুই হাজার ৩৭৬ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ৯৭৩ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১৬ জন।

;

অসময়ের তরমুজ চাষে সফল কৃষক ফজল



রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা করেসপন্ডেন্ট, গৌরীপুর (ময়মনসিংহ)
অসময়ের তরমুজ চাষে সফল কৃষক ফজল

অসময়ের তরমুজ চাষে সফল কৃষক ফজল

  • Font increase
  • Font Decrease

দূর থেকে দেখে মনে হয় মাচায় ঝুলছে লাউ-কুমড়ো। কিন্ত ভুল ভাঙে কাছে গেলে। লাউ বা কুমড়ো নয় মাচায় ঝুলছে জাল দিয়ে মোড়ানো তরমুজ।

মালচিং পদ্ধতিতে অসময়ে উচ্চ ফলনশীল ‘সুইট মাস্টার’ জাতের তরমুজ চাষে সফল হয়েছেন ময়মনসিংহের গৌরীপুরের কৃষক আবুল ফজল।

কম খরচে ভালো ফলন পাওয়ায় লাভবান হয়েছেন তিনি। এখন তার দেখাদেখি অন্য কৃষকরাও আগ্রহ দেখাচ্ছে এই তরমুজ চাষে। জানা গেছে, কৃষক আবুল ফজলের বাড়ি উপজেলার বোকাইনগর ইউনিয়নের বালুচড়া গ্রামে। গত মার্চ মাসে মাসে একটি বেসরকারি কোম্পানির কাছ থেকে ‘সুইট মাস্টার’ জাতের তরমুজ বীজ সংগ্রহ করে চারা করেন।

এপ্রিল মাসের শুরুতে মালচিং পদ্ধতিতে মাচা করে ১৭ শতাংশ জমিতে তরমুজের চারা রোপণ করেন। কৃষি অফিসের পরামর্শ, সঠিক পরিচর্যা ও আবহাওয়া অনুকূল থাকায় তরমুজের ভালো হয়। তরমুজ উৎপাদনে ব্যবহার করা হয় জৈববালাইনাশক সার ও পোকামাকড় নিধনের জন্য অনুসরণ হয় ফেরোমন ফাঁদ। সব মিলিয়ে খরচ হয় ৩০ হাজার টাকা। জুন মাসের শুরুতে ৬০ দিন বয়সী গাছে থাকা তরমুজ ২ লাখ ৫০ হাজার টাকায় কিনে নেন স্থানীয় ফল ব্যবসায়ী। পূর্ণাঙ্গ বয়স হলে তরমুজ বিক্রির জন্য নিয়ে যাবেন তিনি।

কৃষক আবুল ফজল বলেন, আমি যেই জমিতে উচ্চ ফলনশীল ‘সুইট মাস্টার’ জাতের তরমুজ চাষ করি সেটি শতবছরের অনাবাদি ছিল। এই তরমুজ রোপণের পর উৎপাদনে যেতে ৭০ দিন সময় লাগে। প্রথমবার পরীক্ষামূলক ভাবে ৩০ হাজার টাকা বিনিয়োগ করে ২ লাখ ২০ হাজার টাকা লাভ করেছি।


ফল ব্যবসায়ী সুরুজ আলী বলেন, স্বাভাবিক সময়ের তরমুজের তুলনায় অসময়ের তরমুজের বাজারে চাহিদা ও ভালো দাম রয়েছে। আকারভেদে প্রতিটি তরমুজ ২৫০ থেকে ৩৫০ টাকায় বিক্রি করতে পারবো বলে আশা করছি।

রামগোপালপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের কৃষক আরশেদ আলী বলেন, অসমেয়র তরমুজ চাহিদা থাকায় ব্যবসায়ীরা ফজল ভাইয়ের তরমুজ মাচায় ঝুলন্ত থাকতেই কিনে নিয়েছেন। অল্প সময়ে, কম খরচে বেশি লাভ হওয়ায় আমরা তরমুজ চাষ করার জন্য ফজল ভাইয়ের কাছে এসেছি পরার্মশ নিতে।

উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লিপি বলেন, আবুল ফজল একজন আদর্শ কৃষক। তিনি চাষাবাদ করে কৃষি বিভাগ ও বেসরকারি সংস্থা থেকে পুরস্কৃত হয়েছেন। এবছর ফজল পরীক্ষামূলক ভাবে উচ্চ ফলনশীল জাতের তরমুজ চাষ করে সফল হওয়ায় অন্য কৃষকরাও আগ্রহ দেখাচ্ছে এই তরমুজ চাষে।

;