ডিকেন্স’এর টেবিল নিলামে নিষেধাজ্ঞা!



সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ঢাকা: বিশ্বজুড়ে সাহিত্য প্রেমীদের কাছে অতিপরিচিত নামগুলোর একটি চার্লস ডিকেন্স। তাঁকে ভিক্টোরিয়ান যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক হিসেবে মনে করা হয়। বহুকালজয়ী সাহিত্যকর্ম উপহার দিয়ে গিয়েছেন বিশ্বকে। আর তাই তাঁর ব্যবহৃত জিনিষের ওপর মানুষের নজর থাকবে এটাই স্বাভাবিক।

প্রখ্যাত মানুষদের ব্যবহৃত জিনিস সাধারণতো নিলাম করেই বিক্রি হয়ে থাকে। চার্লস ডিকেন্সের ক্ষেত্রেও এর ব্যতয় হয়নি। প্রথম দিকে চার্লস ডিকেন্স এর টেবিলটি ব্যক্তি মালিকানায় থাকলেও ২০০৪ সালে এক নিলামে ৭ লাখ ৮০ হাজার পাউন্ডের বিনিময়ে কিনে নেয় ‘দ্য চার্লস ডিকেন্স মিউজিয়াম’। কিন্তু সম্প্রতি সেই টেবিল আবারো কোনো ব্যক্তি মালিকানায় চলে যাওয়ার বিষয়ে আশঙ্কা করছিলো সংশ্লিষ্ট মহলগুলো।

আর তাই ব্রিটেনের আর্টস, হ্যারিটেজ ও ট্যুরিজম মন্ত্রী মাইকেল এলিস এর ভাষ্যে সাময়িক সময়ের জন্য চার্লস ডিকেন্স এর টেবিলের নিলামের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Jul/31/2018-Jul-31_16_39_47_news_post.jpg

এ সময় এলিস বলেন, ব্রিটেনের সাহিত্য জগতের উজ্জ¦ল নক্ষত্র চার্লস ডিকেন্স। জাতির স্বার্থেই আমাদের দায়িত্ব চার্লস ডিকেন্স এর টেবিলটি সংরক্ষণ করা। বিট্রেনের সাহিত্য জগতের জন্য চার্লস ডিকেন্স এর টেবিলও একটি উল্লেখযোগ্য আইটেম।

অনুমান করা হয় ১৮৩৫ সালে টেবিলটি তৈরি করা হয়। টার্লস ডিকেন্স এর পুরো ক্যারিয়ারের বিভিন্ন স্মৃতি জুড়ে আছে টেবিলটিকে কেন্দ্র করে। টেবিলটিতে রয়েছে ৮টি ড্রয়ার ও ওপরের অংশটি রয়েছে সবুজ লেদার দিয়ে মোড়ানো।

ব্রিটেনের কেন্ট শহরে গ্যাডস হিল প্যালেসের নিজ বাড়িতে মৃত্যুর পর চার্লস ডিকেন্স এর অসমাপ্ত সাহিত্য ‘দ্য মিস্ট্রি অব এডউইন ড্রোড’  এর খসরাও পাওয়া গিয়েছিলো এই টেবিলেই।

টেবিলটি প্রথমে চার্লস ডিকেন্স তার লন্ডনের বাড়িতে লেখালেখির কাজে ব্যবহার করতেন। পরে তিনি ওয়েলিংটন স্ট্রিটে তার অফিসে ব্যবহার শুরু করেন টেবিলটি। এই টেবিলে বসেই তিনি রচনা করেছেন হাউজহোল্ড ওয়ার্ল্ড, দ্য গ্রেট এক্সপেকটেশনসহ জীবনের উল্লেখযোগ্য প্রায় সব বই।

ব্রিটেনের কালচারাল রিভিউইং কমিটির ক্রিস্টোফার বলেন, ডিকেন্স এর সাহিত্য প্রেমীদের জন্য হলেও আমাদের এই টেবিলটি সংরক্ষণ করতে হবে যাতে ভবিষ্যত প্রজন্ম এটি দেখে আরো বেশি সাহিত্যনুরাগী হতে পারে।

   

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট নিখোঁজ



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিখোঁজ।

;

যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তানের সীমান্ত রক্ষী বাহিনী ও তালেবান



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সীমান্তে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তানের সীমান্ত রক্ষী বাহিনী ও আফগানিস্তানের তালেবান।

শনিবার সন্ধ্যায় আফগানিস্তানের পাকতিয়ায় বিভিন্ন গোত্র প্রধানদের সঙ্গে আলাপ করে এ কথা জানিয়েছেন এক গোত্র প্রধান। ৫ দিন ধরে পূর্ব আফগানিস্তানের পাকতিয়া অঞ্চলে পাকিস্তানের সীমান্ত রক্ষী বাহিনী ও আফগানিস্তানের তালেবানের মধ্যে যুদ্ধ চলমান।

রোববার (১৯ মে) আনোয়ার সিদ্দিক নামে আফগানিস্তানের এক গোত্র প্রধানের বরাত দিয়ে দেশটির ইলেকট্রনিক সংবাদমাধ্যম আমু টিভি জানায়, পাকতিয়া সীমান্তের জারি আরয়ুব এবং ডান্দ-ই-পাটান অঞ্চলে পাকিস্তানে সীমান্ত রক্ষী বাহিনী ও তালেবানের মধ্যে যুদ্ধ চলছে।

তিনি বলেন, দুটি দেশের সীমান্ত রক্ষী বাহিনী যুদ্ধবিরতির জন্য তিনটি শর্ত মেনে নিতে রাজি হয়েছে। শর্ত তিনটি হচ্ছে- কোনো পক্ষই আর কাউকে উস্কে দেবে না; সীমান্ত আবার খুলে দিয়ে সীমান্ত পথে দুই দেশের মধ্যে চলাচল ফের শুরু করা হবে এবং দুই দেশের ২০ জন করে মোট ৪০ জনের একটি প্রতিনিধি দল নজর রাখবে যেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তযুদ্ধ আর না হয়।

কুররাম সীমান্ত দিয়ে দুই দেশের যাত্রীরা বেশি আসা-যাওয়া করেন। যুদ্ধের কারণে এ সীমান্ত বন্ধ রয়েছে।

;

সৌদির বাদশাহ সালমান অসুস্থ



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ প্রচণ্ড জ্বর ও শরীর ব্যথায় ভুগছেন। বেশি অসুস্থ্যতাবোধ করায় এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় দফায় হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

রবিবার (১৮ মে) জেদ্দার আল সালাম প্যালেসের রয়্যাল ক্লিনিকে এই পরীক্ষা হবে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

সৌদির রয়্যাল কোর্ট জানিয়েছে, জেদ্দার রাজপ্রাসাদের ভেতর অবস্থিত রয়্যাল ক্লিনিকেই বাদশার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তারা বলেছে. “সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জেদ্দার আসসালাম রাজপ্রাসাদের রয়্যাল ক্লিনিকে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। বাদশার অসুস্থতার লক্ষণের মধ্যে রয়েছে উচ্চ তাপমাত্রা এবং শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা।”

৮৮ বছর বয়সী বাদশাহ সালমান ২০১৫ সাল থেকে সৌদির সিংহাসনে আসীন। তার ছেলে মোহাম্মদ বিন সালমান যুবরাজ হলেও কার্যত তিনিই দেশটি শাসন করছেন। সৌদি বাদশাহর স্বাস্থ্যের খবর খুব কমই প্রকাশ্যে আসে। তবে গত এপ্রিলে রয়্যাল কোর্ট কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে তার ভর্তির হওয়ার খবর জানিয়েছিল। এর আগে, শারীরিক সমস্যা দেখা দেওয়ায় ২০২২ সালের মে মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ওই সময় তার কোলোনোস্কপি ও মেডিক্যাল পরীক্ষা করা হয়।

রয়্যাল কোর্ট আরও জানিয়েছে, চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছেন বাদশার অসুখ খুঁজে বের করতে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এছাড়া তার শারীরিক অবস্থার ওপর নজর রাখা হবে। গত মাসেও একবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

সেসময় রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বাদশাহ সালমান তার হার্টের পেসমেকারের ব্যাটারি প্রতিস্থাপনের জন্য রাজধানী রিয়াদের হাসপাতালে ভর্তি হয়েছেন। তার আগে ২০২০ সালে গলব্ল্যাডার অপসারণের জন্য অস্ত্রোপচার করেছিলেন তিনি। সেই সময় তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন ধরেনের জল্পনা ছড়িয়ে পড়ে।

;

ইয়েমেন উপকূলে তেল ট্যাঙ্কারে হামলা



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা বৃহস্পতিবার প্রথম প্রহরে ইয়েমেন উপকূলে গ্রীকের একটি তেল ট্যাঙ্কার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে জাহাজটির সামান্য ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি। মার্কিন কেন্দ্রীয় কমান্ড এ কথা জানিয়েছে।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সেন্টকম বলেছে, ১৮ মে রাত ১টার (সানা সময়) দিকে ইরান-সমর্থিত হুতিরা লোহিত সাগরে গ্রীক মালিকানাধীন একটি তেল ট্যাঙ্কার লক্ষ্য করে জাহাজ বিধ্বংসী একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জাহাজটি পানামা পতাকাবাহী ছিল।

সেন্টকমের বার্তায় বলা হয়, জাহাজটি সম্প্রতি রাশিয়ায় নোঙর করে চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।পরে জাহাজটি ফের যাত্রা শুরু করে।

এরআগে মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে এ হামলার কথা জানিয়ে বলেছিল, ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মোখা নগরী উপকূলে জাহাজটিতে এ হামলার ঘটনা ঘটে।

;