সন্দেশখালির ঘটনায় বিজেপির দিকেই আঙুল তুলেছে তৃণমূল



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভারতের পশ্চিমবঙ্গের সন্দেশখালিকাণ্ডে পাল্টা অভিযোগ তুলেছে শাসক তৃণমূল কংগ্রেস। দলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘বঙ্গ-বিরোধী প্রচার’ হিসেবে উল্লেখ করে আইনি পদক্ষেপের দাবি তুলেছে দলটি।

এনডিটিভি জানিয়েছে, পাল্টা প্রচারে বিজেপি শাসিত রাজ্যগুলোর আইনশৃঙ্খলা নিয়ে কেন্দ্রীয় রিপোর্টকেই হাতিয়ার করেছেন রাজ্যের শাসক নেতৃত্ব। পাশাপাশি, এই ঘটনায় রাজনৈতিক প্রচারের পরিকল্পনা সংক্রান্ত একটি অডিও ক্লিপ প্রকাশ করে বিজেপির দিকেই আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেসের নেতারা।

এদিকে, দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপরে হামলা ও নিগ্রহের অভিযোগ সামনে রেখে আক্রমণের ধার বাড়াচ্ছে বিজেপিও।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার বলেছেন, ‘তৃণমূলের আমলে দলদাস পুলিশের ভূমিকা বাম আমলকেও ছাপিয়ে গেছে! পুলিশের অত্যাচার সহ্যের সব সীমা ছাড়িয়েছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের সব জেলায় পুলিশ সুপারের অফিস, কমিশনারেট এলাকায় ডিসি অফিসে অবস্থান চলবে।’

অসুস্থ হয়ে পড়ার আগে সুকান্ত অবশ্য বলেছিলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) প্রত্যেকটি এসপি অফিসের সামনে দুপুর ২টা থেকে বিক্ষোভ হবে দুর্নীতির প্রশ্নে।’

স্থানীয় পুলিশের পক্ষ থেকে রাজ্য প্রশাসনের শীর্ষমহলকে পাঠানো রিপোর্টে অবশ্য একটি ভিডিও ক্লিপ দিয়ে বলা হয়েছে, বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক ও নারী মোর্চার নেত্রী সিরিয়া পরভিন বিবির হ্যাঁচকা টানেই পুলিশের গাড়ির বনেটে পড়ে যান সুকান্ত। দুই পুলিশ সদস্যকেও ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ আছে সিরিয়ার বিরুদ্ধে। তাকে গ্রেফতারও করা হয়েছে।

স্থানীয়দের ক্ষোভের মুখে প্রাথমিকভাবে দলের এক নেতাকে সাসপেন্ড করলেও সন্দেশখালির ঘটনা নিয়ে তৃণমূল পাল্টা আক্রমণে নেমে পড়েছে। মন্ত্রী শশী পাঁজা ও রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ কার্যত নস্যাৎ করে দিয়েছেন।

কুণালের দাবি, ‘জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা এলাকা ঘুরে বলেছেন, ধর্ষণ বা নারীদের তুলে নিয়ে যাওয়ার মতো কোনও অভিযোগ পাননি তারা। তারপরেও বিজেপি ও সিপিএম পরিকল্পিতভাবে বাংলা-বিরোধী প্রচার চালিয়ে যাচ্ছে!’

মন্ত্রী শশী বলেন, ‘মণিপুরের ঘটনার পরে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন? বিজেপি নেতারা ঘৃণা ছড়াচ্ছেন।’

এমতাবস্থায় বসে নেই সিপিএম ও কংগ্রেসও। কেন বার বার সন্দেশখালির নানা এলাকায় ১৪৪ ধারা জারি করে বিরোধীদের আটকানো হচ্ছে, সেই প্রশ্ন তুলে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, ‘তৃণমূল বলেছিল, খেলা হবে! খেলা বন্ধ করার জন্য নারীরা রাস্তায় নেমেছেন। তৃণমূলের নারী কংগ্রেস এখন বলছে সমাবেশ করতে যাবে, কী করেছে এতদিন? চোরের মায়ের বড় গলা জানতাম, নারী কমিশন কী করেছে?’

সিপিএম সূত্রের খবর, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য দেবলীনা হেমব্রমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্দেশখালি যাবে। বসিরহাটে দলের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে আদালতে পেশ করা উপলক্ষেও মিছিল ও জমায়েতের ডাক দিয়েছে সিপিএম। সেখানে থাকার কথা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীরও সন্দেশখালি যাওয়ার কথা রয়েছে আগামী শুক্রবার।

তার আগে অধীর বলেছেন, ‘কেউ কোথাও কোনও দিন ১৪৪ ধারা জারি করে কুকীর্তি চেপে রাখতে পারেনি, তৃণমূলও পারবে না! স্বামী ও বাচ্চাদের ভয় দেখিয়ে নারীদের নিয়ে গিয়ে অত্যাচার করা হয়েছে সন্দেশখালিতে। পুলিশ সব জানে। তৃণমূল নেতাদের বলব, আপনারা আয়নায় মুখ দেখতে পারেন? বাড়ির মা-বোনেদের কথা মনে পড়ে না?’

অন্যদিকে, তৃণমূল একটি অডিও ক্লিপ প্রকাশ করে দাবি করেছে, সেখানে বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং বিজেপির আইটি সেলের কো-অর্ডিনেটর নেতার কথোপকথন শোনা যাচ্ছে। সেখানে সন্দেশখালির ঘটনার প্রচারকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে।

   

‘এ সপ্তাহে নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে আইসিসি’



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ পরিচালনা ও মানবিকতাবিরোধী অপরাধের নির্দেশ দেওয়ার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ত এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে চলতি সপ্তাহেই গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে নেদার‌ল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

ইসরায়েলের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি।

সম্ভাব্য সেই পরোয়ানা এড়াতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা এরই মধ্যে ব্যাপক তৎপরতা শুরু করেছে বলেও জানান ওই সরকারি কর্মকর্তা।

সত্যিই চলতি সপ্তাহে নেতানিয়াহু, গ্যালান্ত ও অন্যান্য ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে চলতি সপ্তাহেই গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হচ্ছে কিনা প্রসঙ্গে আইসিসির কাছে জানতে চাইলে আন্তর্জাতিক অপরাধ আদালতের এক মুখপাত্র বলেন, ‘আমরা ফিলিস্তিন রাষ্ট্রের পরিস্থিতি নিয়ে একটি মুক্ত ও অবাধ তদন্ত পরিচালনা করছি। এই কাজের সুবিধার্থে যে কোনো পদক্ষেপ আমাদের নিতে হতে পারে; কিন্তু যেহেতু এটি তদন্তাধীন বিষয়, তাই এ প্রসঙ্গে এখনই বিস্তারিত কিছু বলার সুযোগ নেই।’

২০১৪ সালে হামাস-ইসরায়েল যুদ্ধের পর ২০১৭ সালে তার তদন্ত শুরু করেছিল আইসিসি। পরে করোনা মহামারির কারণে তদন্তে বাধা পড়ে। মহামারির ধাক্কা কেটে যাওয়ার পরও তা আর শুরু হয়নি।

কিন্তু গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলা ও তার জেরে গাজায় অভিযান শুরুর পর সেই তদন্ত ফের পুনরুজ্জীবিত করে আইসিসি। গত ডিসেম্বরে গাজা-ইসরায়েল সীমান্ত ঘুরে গেছেন আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম খান। সেই সফরে পুরনো সেই তদন্ত ফের শুরুর তথ্য জানিয়ে সাংবাদিকদের তিনি বলেছিলেন, ‘এবারের তদন্ত হবে গতিশীল, কঠোর এবং পুরোপুরি সাক্ষ্যপ্রমাণ নির্ভর।’

ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র- দুই দেশের কোনোটিই আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্তকে স্বীকৃতি দেয় না। আইসিসি যদি সত্যিই গ্রেফতারি পরোয়ানা জারি করে, তাহলে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু কিংবা ইয়োয়াভ গ্যালান্তের গ্রেফতার হওয়ার কোনো আশঙ্কা নেই।

তবে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন আইসিসিকে স্বীকৃতি দেয়। তাই পরোয়ানা জারি হলে নেতানিয়াহু, গ্যালান্ত ও আইডিএফের সামরিক কর্মকর্তাদের ইউরোপের দেশগুলোসহ বিশ্বের অনেক দেশেই সফর বন্ধ করতে হবে। কারণ পরোয়ানা বাতিল হওয়ার আগ পর্যন্ত সেসব দেশে গেলে গ্রেফতার হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে।

;

আফগানিস্তানে শিয়া মসজিদে বন্দুকধারীর গুলিতে নিহত ৬



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত, ফাইল ছবি

ছবি: সংগৃহীত, ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

আফগানিস্তানের হেরাত প্রদেশের একটি শিয়া মসজিদে অজানা বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত এবং একজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে মসজিদের ইমামও রয়েছেন। তবে এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেননি।

সোমবার (২৯ এপ্রিল) রাতে হেরাত প্রদেশের গুজারা জেলার আন্দিশা এলাকার ইমাম জামান মসজিদে এ হামলার ঘটনা ঘটে বলে মঙ্গলবার (৩০ এপ্রিল) কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরা ও আফগানিস্তানভিত্তিক আমু টিভি এ খবর জানায়।

আলজাজিরা ও আমুটিভি জানিয়েছে, সোমবার রাত নয়টার দিকে শিয়া মুসলিমরা নামাজ পড়ার সময় অজানা বন্দুকধারী স্বয়ংক্রিয় কালাশনিকভ রাইফেল থেকে গুলি ছোড়েন। এতে ছয়জন নিহত এবং একজন আহত হন। নিহতদের মধ্যে মসজিদের ইমামও রয়েছেন।

কাবুলের ইরানের দূতাবাস এ হামলার নিন্দা জানিয়েছে।

এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার না করলেও ধারণা করা হয়, আইএস (ইসলামিক স্টেট) এ হামলার জন্য দায়ী। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর অনেকবারই আইএস (ইসলামিক স্টেট) শিয়াদের মসজিদে হামলা করেছে। তালেবান সরকার যদিও বলে এসেছে, আফগানিস্তানের সংখ্যালঘু শিয়া মুসলিমদের রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু বাস্তবে তা একটা চোখে পড়েনি বলে সংবাদমাধ্যমগুলো জানায়।

;

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইইউ



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আশা করা হচ্ছে, আগামী মে মাস শেষ হওয়ার আগেই জোটের অধিকাংশ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।

সংবাদমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান জোসেপ বরেল সোমবার (২৯ এপ্রিল) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ সম্মেলন চলছে সৌদি আরবের রাজধানী রিয়াদে। ইইউ প্রতিনিধি হিসেবে সেই সম্মেলনে যোগ দিতে এসেছেন বরেল। 

সম্মেলনের অবসরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বরেল বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা এবং স্লোভেনিয়া এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে।

গত মার্চ মাসেই এই তিনটি দেশ জানিয়েছিল, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে কাজ করছে তারা।

এই সংবাদের প্রতিক্রিয়ায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হলে তা হবে সন্ত্রাসের জন্য পুরস্কার ঘোষণার শামিল।

;

ইসরায়েল মানবাধিকার লঙ্ঘন করলেও সামরিক সমর্থন পাবে: যুক্তরাষ্ট্র



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল সেনাদের ৫টি ইউনিট মানবাধিকার লঙ্ঘন করেছে। তবে মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনাগুলো ঘটেছে গাজায় চলমান যুদ্ধের আগে গাজা ভূখণ্ডের বাইরে। মানবাধিকার লঙ্ঘনের পরও মার্কিন সামরিক সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, পৃথক ঘটনায় ইসরায়েলের সামরিক বাহিনীর পাঁচটি ইউনিট মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী বলে প্রমাণ পেয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মানবাধিকার লঙ্ঘনের এই সমস্ত ঘটনা বর্তমান যুদ্ধের আগে গাজার বাইরে সংঘটিত হয়েছিল।

ইসরায়েল চারটি ইউনিটে সংশোধনমূলক ব্যবস্থা নিয়েছে এবং পঞ্চমটির বিষয়ে ‘অতিরিক্ত তথ্য’ দিয়েছে বলে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলছে। এর অর্থ হচ্ছে- সমস্ত ইউনিটই মার্কিন সামরিক সহায়তা পাওয়ার জন্য যোগ্য থাকবে।

ইসরায়েলের প্রধান সামরিক সহায়তা প্রদানকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটি প্রতি বছর ইসরাইলকে ৩.৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে থাকে।

তবে বিবিসি বলছে, ইসরাইলি সেনাবাহিনীর যে কোনো ইউনিটের বিরুদ্ধে মার্কিন সরকারের এই ধরনের ঘোষণা এটিই প্রথম। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, নিরাপত্তা বাহিনীর পাঁচটি ইউনিট মানবাধিকারের চরম লঙ্ঘন করেছে।

তিনি বলেছেন, এই ইউনিটগুলোর মধ্যে চারটি কার্যকরভাবে এই লঙ্ঘনের প্রতিকার করেছে, যা আমরা অংশীদারদের কাছ থেকে আশা করি। বাকি একটি ইউনিটের বিষয়ে আমরা ইসরায়েল সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি; তারা সেই ইউনিটের সাথে সম্পর্কিত অতিরিক্ত তথ্য জমা দিয়েছে।



;