আবাহনীর জয়ের দিনে রূপগঞ্জের হার



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
অলরাউন্ড নৈপুণ্যে আবাহনী-মোহামেডান ম্যাচের সেরা মোসাদ্দেক, ছবি: সংগৃহীত

অলরাউন্ড নৈপুণ্যে আবাহনী-মোহামেডান ম্যাচের সেরা মোসাদ্দেক, ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

একইদিনে দুই স্বস্তি পেলো আবাহনী। মোহামেডানকে হারালো ৪৫ রানে। আর ম্যাচ শেষে আরেকটা খবর পেলো তারা-সুপার লিগে রূপগঞ্জ তাদের দ্বিতীয় ম্যাচে হেরেছে। পয়েন্ট টেবিলে এখন আবাহনীর চেয়ে মাত্র দুই পয়েন্ট এগিয়ে রূপগঞ্জ। ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে অন্য এক ম্যাচে এদিন মিরপুরে দুই ‘প্রাইম’ এর লড়াইয়ে দোলেশ্বর জয় পেয়েছে। প্রাইম ব্যাংককে সহজেই হারিয়েছে প্রাইম দোলেশ্বর ৭ উইকেটের বিশাল ব্যবধানে।

বিকেএসপিতে আবাহনী ব্যাটিং বেছে নিয়ে ৩০৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। ওপেনিংয়ে নেমেও এই ম্যাচে ফর্মে ফিরতে পারলেন না সৌম্য সরকার। ১৭ রানে শেষ হয় তার ইনিংস। ওয়ান ডাউনে প্রমোশন পেয়ে সাব্বির রহমান ঠিকই নিজেকে মেলে ধরলেন। ৫৩ বলে করলেন ৬৪ রান।

মিডলঅর্ডারে মোহাম্মদ মিঠুন, অধিনায়ক মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিন বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার আনন্দ বেশ ভালভাবেই ব্যাট হাতে উদযাপন করলেন। মিঠুন ও মোসাদ্দেক হাফসেঞ্চুরি করেন। সাইফুদ্দিন ৩৫ বলে তুললেন ৪১ রান। বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া শফিউল ইসলাম ৬৩ রানে ৩ উইকেট পান।

রান তাড়ায় নেমে মোহামেডানের টপঅর্ডার পুরোদুস্তর ডিসঅর্ডার হয়ে পড়ে। ২০ রানে নেই শুরুর তিন উইকেট। টলমলে ইনিংসকে পথ দেখায় রকিবুল হাসান ও মোহাম্মদ আশরাফুলের ব্যাট। দুজনেই হাফসেঞ্চুরি করেন। রকিবুল হাসান যেভাবে খেলছিলেন তাতে সেঞ্চুরিটা তার পাওনাই ছিল। কিন্তু দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসেই রকিবুলের সেঞ্চুরির স্বপ্ন ভেঙে দিলেন মাশরাফি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেট শিকারের দিনে এই ম্যাচে মাশরাফি ৪০ রানে তুলে নিলেন ৩ উইকেট। বোলিং ওপেন করতে এসে মোসাদ্দেক হোসেন সৈকতের শিকারও ৩৬ রানে ৩ উইকেট। রকিবুল ৯৬ ও আশরাফুল ৬৮ রানে ফেরার পর মোহামেডান তখন শুধু হারের অপেক্ষায়। নিজের নবম ওভারে মাশরাফি সেই অপেক্ষাও শেষ করে দিলেন। ৪৫ রানে এই ম্যাচ জিতে আবাহনী এখন লিগ শিরোপার দৌড়ে বেশ ভালভাবেই থাকলো।

ফতুল্লায় রূপগঞ্জের ব্যাটিংটাই জেতার মতো কিছু যে হলো না। গুটিয়ে যায় ১৬৯ রানে। ওপেনার মোহাম্মদ নাঈম ৫৮ রান করেন। ১৭১ রানে থেমে যায় রূপগঞ্জের ইনিংস। পেসার খালেদ আহমেদ ৩১ রানে ৪ উইকেট পান। স্পিনার তাইজুল ইসলাম ১৬ রানে ২ উইকেট শিকার করেন।

৪ উইকেটে এই ম্যাচ জিতে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের তেমন লাভের কিছু না হলেও তাদের জয় আবাহনীর মুখে স্বস্তির হাসি এনে দিয়েছে।

সংক্ষিপ্ত স্কোর: আবাহনী ৩০৪/৭ (৫০ ওভারে, সাব্বির ৬৪, মিঠুন ৫৬, মোসাদ্দেক ৫৪*, সাইফুদ্দিন ৪১, শফিউল ৩/৬৩)। মোহামেডান: ২৫৯/১০ (৪৬.৩ ওভারে, রকিবুল ৯৬, আশরাফুল ৬৮, মোসাদ্দেক ৩/৩৬, মাশরাফি ৩/৪০, সৌম্য ২/৪০)। ফল: আবাহনী ৪৫ রানে জয়ী। ম্যাচ সেরা: মোসাদ্দেক হোসেন।

রূপগঞ্জ: ১৭১/১০ (৪৯.৩ ওভারে, নাঈম ৫৮, খালেদ ৪/৩১, তাইজুল ২/১৬)। শেখ জামাল: ১৭১/৬ (৪৮.৩ ওভারে, ইলিয়াস সানি ৫৮, তানভীর হায়দার ৪৩*, নাবিল সামাদ ৩/২৭)। ফল: শেখ জামাল ধানমণ্ডি ৪ উইকেটে জয়ী। ম্যাচ সেরা: ইলিয়াস সানি।

প্রাইম ব্যাংক: ১৬৯/১০ (৪৮.১ ওভারে, অলক ৬১, ফরহাদ রেজা ৪/২২, তাইবুর ২/১০)। প্রাইম দোলেশ্বর: ১৭২/৩ (৪৩.৪ ওভারে, সাঈফ ৫৫, ফরহাদ রেজা ৪১*)। ফল: প্রাইম দোলেশ্বর ৭ উইকেটে জয়ী। ম্যাচ সেরা: ফরহাদ রেজা।

   

গুলারের একমাত্র গোলে শিরোপার আরও কাছে রিয়াল



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লা লিগার শিরোপার দৌড়ে শুরু থেকেই বেশ এগিয়েই ছিল রিয়াল মাদ্রিদ। যদিও মাঝে কিছু সময় জিরোনা ও বার্সেলোনাও শিরোপার দৌড়ে ছিল। তবে এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়ে পূর্ণ পয়েন্ট তুলে নেওয়ার পর চলতি মৌসুমের শিরোপা প্রায় নিশ্চিতই হয়ে গেছে কার্লো আনচেলত্তির দলের। শুক্রবার রাতে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে শিরোপার আরও কাছে যেন পৌঁছে গেল তারা।

সোসিয়েদাদের মাঠে থেকে ১-০ গোলের জয় তুলে এনেছে রিয়াল। দলের হয়ে এদিন একমাত্র গোলটি করেছেন ‘তুরস্কের মেসি’ নামে খ্যাত তরুণ মিডফিল্ডার আর্দা গুলার। এই জয়ের পর ৩৩ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে দাপটের সঙ্গে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। দুইয়ে থাকা বার্সেলোনা তাদের চেয়ে পিছিয়ে আছে ১৪ পয়েন্ট।

সোসিয়াদের বিপক্ষে তুলনামূলক কম শক্তিশালী আক্রমণভাগ নিয়ে মাঠে নামে রিয়াল। তরুণদের নিয়ে সাজানো এই একাদশে ছিল একের অধিক পরিবর্তনও। ম্যাচের ১৫তম মিনিটে হলুদ কার্ডের দেখা পান আর্দা গুলার। সম্প্রতি নিজের প্রতিভা ও দুর্দান্ত খেলা দেখিয়ে বেশ আলোচনায় আছেন এই তরুণ তুর্কিশ মিডফিল্ডার। চলতি মৌসুমে রিয়ালের হয়ে গতকালের আগ পর্যন্ত ৭ ম্যাচে মাঠে নেমে মাত্র একটি গোল পেয়েছিলেন তিনি।

গতরাতে শুরুতে হলুদ কার্ড হজম করলেও তার কিছুক্ষণ পরেই আদায় করেন গোলও। ম্যাচের ২৯তম মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার দানি কারভাহালের অ্যাসিস্ট থেকে সোসিয়েদাদের জালে বল জড়ান গুলার। তার একমাত্র এই গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। লিগ শিরোপা উঁচিয়ে ধরা তাদের জন্য এখন সময়ের ব্যাপার মাত্র।

;

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল

মোহামেডান–পুলিশ এফসি

বিকেল ৩–৪৫ মিনিট -- বাফুফে ইউটিউব চ্যানেল

বসুন্ধরা কিংস–শেখ জামাল

বিকেল ৫–৪৫ মিনিট -- টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

আইপিএল 

দিল্লি ক্যাপিটালস–মুম্বাই ইন্ডিয়ানস   

বিকেল ৪টা -- স্টার স্পোর্টস ১, গাজী টিভি, টি স্পোর্টস

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস–রাজস্থান রয়্যালস                             

রাত ৮টা -- স্টার স্পোর্টস ১, গাজী টিভি, টি স্পোর্টস

৫ম টি–টোয়েন্টি

পাকিস্তান–নিউজিল্যান্ড 

রাত ৮–৩০ মিনিট -- জিও সুপার, এ স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ

ওয়েস্ট হাম–লিভারপুল                  

বিকেল ৫–৩০ মিনিট -- স্টার স্পোর্টস সিলেক্ট ১

ম্যানচেস্টার ইউনাইটেড–বার্নলি

 রাত ৮টা -- স্টার স্পোর্টস সিলেক্ট ১

নিউক্যাসল–শেফিল্ড

রাত ৮টা -- স্টার স্পোর্টস সিলেক্ট ২

এভারটন–ব্রেন্টফোর্ড             

রাত ১০–৩০ মিনিট -- স্টার স্পোর্টস সিলেক্ট ১

অ্যাস্টন ভিলা–চেলসি           

রাত ১টা -- স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা 

আতলেতিকো মাদ্রিদ–অ্যাথলেটিক বিলবাও   

রাত ১টা -- র‍্যাবিটহোল, স্পোর্টস ১৮–১

জার্মান বুন্দেসলিগা 

বায়ার্ন মিউনিখ–ফ্রাঙ্কফুর্ট

সন্ধ্যা ৭–৩০ মিনিট -- সনি স্পোর্টস টেন ২

লেভারকুসেন–স্টুটগার্ট        

রাত ১০–৩০ মিনিট -- সনি স্পোর্টস টেন ৫

;

ব্যাটিং রূপকথার রাতে পাঞ্জাবের ইতিহাসগড়া জয়



হোসাইন মাহমুদ আব্দুল্লাহ
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান তাড়ার কীর্তি গড়ে কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংস। কলকাতার দেয়া ২৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ বল এবং ৮ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে গেছে তারা।

আইপিএল ইতিহাসে রান তাড়ার আগের কীর্তিটি ছিল রাজস্থান রয়্যালসের। ২০২০ সালে তখনকার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ২২৪ রানের লক্ষ্য তাড়া করেছিল দলটি। সে রেকর্ড দুমড়েমুচড়ে দিয়ে আজ নতুন ইতিহাস লিখেছে পাঞ্জাব। জনি বেয়ারস্টোর সেঞ্চুরির সঙ্গে শশাঙ্ক আরোরা এবং প্রভসিমরান সিংয়ের ঝোড়ো দুই ফিফটিতে আইপিএল ফোকলোরের অংশ হয়ে গেছে তারা।

কলকাতার মাঠ ইডেন গার্ডেনসে টসভাগ্য ছিল পাঞ্জাবের পক্ষে। টস জিতে আগে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান পাঞ্জাব অধিনায়ক স্যাম কারেন। ঘরের মাঠে দুই ওপেনার ফিল সল্ট এবং সুনীল নারাইনের দুর্দান্ত শুরু পায় কলকাতা। পাঞ্জাবের বোলারদের তুলোধুনো করে ৬২ বলে ১৩৮ রানের উদ্বোধনী জুটি গড়েন দুই ওপেনার। ১০ ওভার পেরোতেই সাজঘরের পথ ধরেন তারা। এর আগে ৩৭ বলে ৭৫ রান আসে সল্টের ব্যাটে, নারাইন থামেন ৩২ বলে ৭১ রান করে।

সল্ট-নারাইনের তাণ্ডবের পর ভেঙ্কটেশ আইয়ারের ৩৯, শ্রেয়াস আইয়ারের ২৮ এবং আন্দ্রে রাসেলের ২৪ রানের ছোট তবে দেড়শর উপর স্ট্রাইক রেটে খেলা বিস্ফোরক ইনিংসগুলোতে চড়ে ২০ ওভারে ২৬১ রান পর্যন্ত পৌঁছায় তারা। পাঞ্জাবের পক্ষে সর্বোচ্চ দুই উইকেট পান পেসার আর্শদীপ সিং।

আইপিএলের এবারের আসরে যেভাবে পাইকারি হারে দুইশর উপর রান করছে দলগুলো, তাতে এত বড় সংগ্রহ নিয়েও স্বস্তিতে থাকার উপায় ছিল না কলকাতার। তবু জিততে হলে পাঞ্জাবকে আইপিএলে ইতিহাস গড়তে হবে তা হয়ত কলকাতার সমর্থকদের আশা জোগাচ্ছিল।

কিন্তু ইংলিশ উইলোবাজ বেয়ারস্টোর ব্যাটে সে আশায় গুঁড়েবালি! ৪৫ বলে সেঞ্চুরি ছোঁয়া এই ব্যাটার ইনিংস শেষ করেছেন ৮ চার ও ৯ ছক্কায় ১০৮ রানে অপরাজিত থেকে। তার আগে অবশ্য ইমপ্যাক্ট সাব প্রভসিমরান ২০ বলে ৫৪ রানের তাণ্ডব চালিয়ে পাঞ্জাবের হৃদয়ে অসম্ভবকে সম্ভব করার বিশ্বাস গেঁথে দিয়েছিলেন। আর সে বিশ্বাসকে শেষবেলায় পূর্ণতা দিয়েছেন ২৮ বলে ২ চার ও ৮টি বিশাল ছক্কায় ৬৮ রানের ইনিংস খেলা শশাঙ্ক।

ইডেন গার্ডেনসে কলকাতা এবং পাঞ্জাবের ব্যাটাররা মিলে করেছেন ৫২৩ রান, গড়েছেন স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৪২ ছক্কার রেকর্ড। এমন রাতকে ব্যাটিং রূপকথার রাত না বললে চলেই না।

;

ব্রাজিলের রেকর্ড গোলদাতা মার্তার অবসরের ঘোষণা



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ব্রাজিলের জার্সিতে তার চেয়ে বেশি গোল নেই কারও। জাতীয় দলের জার্সিতে গোল করার দিক দিয়ে যেন পেলে-নেইমাররাও তার কাছে নস্যি! পুরুষ এবং নারী ফুটবল মিলিয়ে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ১১৫ গোলের মালিক মার্তা অবসরের ঘোষণা দিয়েছেন। চলতি বছরেই আন্তর্জাতিক ফুটবল অধ্যায়ের ইতি টানবেন এই কিংবদন্তিতুল্য নারী ফুটবলার।

সিএনএন ব্রাজিলের সঙ্গে এক সাক্ষাৎকারে অবসরের বিষয়টি জানিয়েছেন মার্তা। আগামী ২৮ এপ্রিল (রবিবার) তার সম্পূর্ণ সাক্ষাৎকারটি প্রচার করবে সিএনএন ব্রাজিল।

ব্রাজিলের হয়ে ছয় বিশ্বকাপ খেলা মার্তাকে আসছে প্যারিস অলিম্পিকে দেখা যেতে পারে। অবসরের বছরে ষষ্ঠবারের মতো অলিম্পিকে খেলার সম্ভাবনার কথা জানিয়ে মার্তা বলেন, ‘যদি অলিম্পিকে যেতে পারি, তাহলে প্রতিটা মুহূর্ত উপভোগ করব। তবে অলিম্পিকে যাই আর না যাই, জাতীয় দলের সঙ্গে এটাই আমার শেষ বছর। ২০২৫ সাল থেকে ব্রাজিলের জাতীয় দলে মার্তাকে আর দেখা যাবে না।’

নারী ফুটবল দুনিয়ার সবচেয়ে আলোচিত চরিত্রদের অন্যতম মার্তা। ব্রাজিলকে তিনবার কোপা আমেরিকা জিতিয়েছেন, দুইবার এনে দিয়েছে অলিম্পিকের রৌপ্যপদক। ফিফার বর্ষসেরা নারী ফুটবলারের খেতাব রেকর্ড ছয়বার জিতেছেন, ২০০৬ থেকে ২০১০ পর্যন্ত এই পুরস্কার টানা পাঁচবার তার হাতে উঠেছে।

২০১৯ সালে প্রথম ফুটবলার হিসেবে পাঁচ বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েন মার্তা। এছাড়া এক বিশ্বকাপে ১৭ গোলের অনন্য রেকর্ডও তার নামের পাশে শোভা পাচ্ছে। পুরুষ এবং নারী ফুটবল মিলিয়ে এই দুটি কীর্তিও মার্তা ছাড়া আর কারও নেই।

;