মেসি-রোনালদো-ভার্জিল, কে হচ্ছেন ইউরোপ সেরা?

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 21:14:41

আজ বৃহস্পতিবার রাতে (২৯ আগস্ট) জানা যাবে, কে হচ্ছেন ইউরোপের সেরা ফুটবলার।বরাবরের মতো ২০১৮-১৯ মৌসুমের উয়েফা বর্ষসেরা ফুটবলার অ্যাওয়ার্ডের মনোনয়ন পেয়েছেন বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসি। তার সঙ্গে আছেন জুভেন্টাস মেগাস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তিন জনের সংক্ষিপ্ত তালিকার বাকি জায়গায় এসেছে চমক। মনোনয়ন পেয়েছেন লিভারপুলের সেন্টার-ব্যাক ভার্জিল ফন ডাইক। মেসি না রোনালদো না ভার্জিল, শেষ পর্যন্ত কে হাসেন বিজয়ীর হাসি। সেটাই এখন দেখার বিষয়।

গত বছর এ অ্যাওয়ার্ডে মেসি ও রোনালদোর রাজত্ব দখল করে নেন লুকা মডরিচ। বিশ্ব ফুটবলের এ দুই মহাতারকাকে এবার খালি হাতে ফেরাতে চান দ্য রেড শিবিরের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো ভার্জিল।

পুরুষ ও নারী ক্যাটাগরিতে ইউরোপের সেরা ফুটবলার বেছে নেওয়ার সঙ্গে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের গ্রুপ পর্বের ড্রও অনুষ্ঠিত হবে আজ। সনি নেটওয়ার্ক ও সনি লাইভে উপভোগ করা যাবে দুটো পর্ব।

নেদারল্যান্ডসের ভার্জিল প্রথম বারের মতো এ অ্যাওয়ার্ডের মনোনয়ন পেয়েছেন। ২০১৮-১৯ মৌসুমে প্রোফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন প্লেয়ার অব দ্য ইয়ার ভার্জিল লিভারপুলের হয়ে জেতেন চ্যাম্পিয়নস লিগ আর উয়েফা সুপার কাপ।

আর্জেন্টিনার ফুটবল জাদুকর মেসি ২০০৯ সালের পর উয়েফার বর্ষসেরা হন তিন বার। পর্তুগিজ মহাতারকা ২০০৮ সাল থেকে ইউরোপের সেরা ফুটবলার হন চারবার।

গত বছর পুরস্কারটি জেতেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মডরিচ।

মেয়েদের ক্যাটাগরির সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন লুসি ব্রোঞ্জ, অ্যাডা হেগেরবার্গ ও আমানদিনে হেনরি।

এ সম্পর্কিত আরও খবর