ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন জোকোভিচ

টেনিস, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-11 00:14:49

প্রথম দুই সেট হেরে পিছিয়েই পড়ে ছিলেন নোভাক জোকোভিচ। তবে হাল ছাড়েননি। পরের তিন সেট জিতে ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হলেন সার্বিয়ান এ মেগাস্টার। এটি তার ক্যারিয়ারের ১৯তম গ্র্যান্ড স্ল্যাম। ফলে মেজর ট্রফি জয়ে রেকর্ড গড়া রাফায়েল নাদাল ও রজার ফেদেরারের আরও কাছে চলে গেলেন জোকোভিচ।

নাম্বার ওয়ান তারকা জোকোভিচ ফাইনালে ৬-৭ (৬-৮), ২-৬, ৬-৩, ৬-২ ও ৬-৪ গেমে হারান গ্রিক প্রতিপক্ষ স্তেফানোস সিতসিপাসকে।

রাফায়েল নাদাল ও রজার ফেদেরার ছেলেদের টেনিসে গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়েছেন। দুজনের হাতে দখলে রয়েছে ২০টি করে শিরোপা। তাদের ছুঁতে আর মাত্র একটি শিরোপা দরকার জোকোভিচের।

ক্যারিয়ারের শীর্ষ বাছাই জোকোভিচের এটি দ্বিতীয় ফ্রেঞ্চ ওপেন ট্রফি। প্রথমবার জিতেছিলেন ২০১৬ সালে। ১৯৬৮ সালে টেনিসের ওপেন যুগ শুরুর পর প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বের চার গ্র্যান্ড ট্রফি দুইবার করে জিতলেন র‌্যাঙ্কিংয়ের এ নাম্বার ওয়ান তারকা।

এ সম্পর্কিত আরও খবর