জনসভার অনুমতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেওয়া হবে

বিএনপি, রাজনীতি

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-08-27 20:04:14

আগামী ২৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দেওয়া হবে বলে বিএনপি মহাসচিব ফখরুল জানান। শনিবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গটি তোলেন বিএনপি মহাসচিব। বিএনপির অনুমতি না পাওয়ার মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির সভা করার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “আজ  ২৪ মার্চ, গণতন্ত্র হত্যা দিবস। এদিনে এরশাদ একটি নির্বাচিত সরকারকে সরিয়ে জোর করে ক্ষমতা দখল করেছিল। “সেই ব্যক্তির দলকে আজকে একই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করছে। অন্যদিকে যারা স্বৈরাচারের বিরুদ্ধে  সংগ্রাম করেছিল, সেই বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি দেওয়া হয়নি।” আগে কয়েক দফা দিন তারিখ ঘোষণা করেও অনুমতি না পাওয়ার পর এখন ২৯ মার্চ জনসভা করতে চাইছে। ফখরুল বলেন, “২৯ তারিখ জনসভা করার জন্য চেয়েছি। আমরা সব প্রক্রিয়া শেষ করেছি।  আমরা আজকে একটি চিঠি পাঠাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে।” দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে জানান ফখরুল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাবেক পানিসম্পদমন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ প্রতিনিধি দলে থাকছেন। তারা দুজনই বিএনপির ভাইস চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে ফখরুলের সঙ্গে ছিলেন মওদুদ আহমদ, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বরকতউল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, আহমেদ আজম খান, রুহুল কবির রিজভী।  

এ সম্পর্কিত আরও খবর