শেখ হাসিনার কড়া সাংগঠনিক বার্তা আসছে

আওয়ামী লীগ, রাজনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 11:39:43

ক্ষমতাসীন আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের দুটি গুরুত্বপূর্ণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে আজ শুক্রবার (১২ জুলাই)। দলের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা দুটি অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল চারটায় পর্যায়ক্রমে এ দুটি সভা অনুষ্ঠিত হবে বলে আওয়ামী লীগের দফতর থেকে জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, এ দুটি বৈঠকে দলের অক্টোবরে হতে যাওয়া ২১তম জাতীয় সম্মেলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতর্বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রাথমিক কমিটি গঠনের বিষয়ে আলোচনা হবে।

এছাড়াও দলের সাংগঠনিক কিছু দুর্বলতা, বিশেষ করে স্থানীয় নির্বাচনগুলোতে দলের যে সকল কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্যরা দলীয় প্রতীক নৌকার বিপক্ষে কাজ করেছে তাদের ব্যাপারে কঠোর নির্দেশনা আসবে। দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে কেন্দ্রের নির্দশনা মানতে কঠোর বার্তা দিবেন সভাপতি শেখ হাসিনা।

বর্তমানে আওয়ামী লীগের সদস্য সংগ্রহের কার্যক্রম চলছে, এ তালিকায় যেন যুদ্ধাপরাধীদের ঘরের সদস্যরা দলে অনুপ্রবেশ করতে না পারে বা যারা ইতোমধ্যে ঢুকে পড়েছে সে ব্যাপারেও শেখ হাসিনার কড়া নির্দেশনা আসতে পারে বলেও জানা গেছে।

এ সম্পর্কিত আরও খবর