রোহিঙ্গা শিবিরে খালেদা

বিএনপি, রাজনীতি

সেন্ট্রাল ডেস্ক ১ | 2023-08-31 07:21:15

ত্রাণ বিতরণের জন্য কক্সবাজারের উখিয়ায় ময়নারগুনা রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রে পৌঁছেছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। সোমবার দুপুরে তার গাড়িবহর ওই আশ্রয় শিবিরে পৌঁছায়। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা রয়েছেন। ময়নারগুনা আশ্রয় শিবির পরিদর্শন শেষে খালেদা জিয়া হাকিমপাড়া ও বালুখালী রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। সবশেষে বালুখালী পানবাজারে স্থাপিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মেডিকেল ক্যাম্পে ৫ হাজার রোহিঙ্গা শিশু ও প্রসূতি মায়ের জন্য চিকিৎসা সামগ্রী চিকিৎসকদের কাছে হস্তান্তর করবেন বিএনপি চেয়ারপারসন। খালেদা জিয়া রোহিঙ্গা শিবিরে পৌঁছানোর আগেই সকালে ১০ হাজার রোহিঙ্গা পরিবারের জন্য আনা ৪৫ ট্রাক ত্রাণসামগ্রী সেনাবাহিনীর ক্যাম্পে হস্তান্তর করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান। ত্রাণ হিসেবে প্রতি পরিবার পাবে ১০ কেজি চাল, কয়েক কেজি করে ডাল ও প্রয়োজনীয় কাপড় রয়েছে। ৫ হাজার শিশুকে দুধসহ শিশু খাদ্য ও ৫ হাজার প্রসূতি মাকে গর্ভকালীন প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করা হবে। রোহিঙ্গাদের দেখতে শনিবার ঢাকা থেকে রওনা হয়ে চট্টগ্রামে যাত্রা বিরতি করে রোববার রাতে কক্সবাজারে আসেন খালেদা জিয়া।

এ সম্পর্কিত আরও খবর