বিএনপির উচিৎ আ'লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা: নওফেল

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 03:36:20

বিএনপির নেতাকর্মীদের সামিয়ানা টাঙিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার জন্য বলেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেছেন, 'আওয়ামী লীগের রাজনীতিতে যারা অপাংক্তেয়, যারা ঝরে পড়েছেন, তারাইতো বিএনপি গঠন করেছিল। সেদিক থেকে দেখলে বিএনপি গঠনে আওয়ামী লীগের কন্ট্রিবিউশান ছিল। বিএনপির উচিৎ সামিয়ানা টাঙিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা। যদি তারা সত্যিকারের রাজনৈতিক দল হয়ে থাকে তাহলে তারা সেটা করবে।'

বুধবার (১৮ জুন) দুপুরে গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এক বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি। ২৩ জুন আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই বর্ধিত সভার আয়োজন করা হয়।

নওফেল বলেন, 'বেগম জিয়ার মুক্তি, তারেক জিয়ার শক্তি, এই পেশি শক্তি নিয়েই বিএনপির রাজনীতি। অথচ তারা যদি সত্যিকারের রাজনৈতিক দল হত তাহলে চুরির দায়ে যিনি জেলে গেছেন তার জন্য রাজনীতি না করে, কিংবা হত্যা মামলার আসামিকে দেশে ফিরিয়ে আনার রাজনীতি না করে; তারা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতেন।'

প্রতিষ্ঠাবার্ষিকী পালনে দলীয় নির্দেশনার কথা তুলে ধরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, 'আপনারা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রবীণ, ত্যাগী নেতাদের সম্মানিত করুন। জনগণকে মোটিভেট করে তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সম্পৃক্ত করতে হবে।'

তিনি বলেন, 'প্রবীণদের সম্মান না করলে তরুণরা সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা পাবেন না। আপনারা এলাকার মুরুব্বি, প্রধান শিক্ষক কিংবা দলের ত্যাগী নেতাদের উত্তরীয় পড়িয়ে সম্মানিত করতে পারেন।'

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমত উল্লাহর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খানসহ আরও অনেকে।

এ সম্পর্কিত আরও খবর