জিয়াউর রহমান দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন: মির্জা ফখরুল

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 18:53:23

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জিয়াউর রহমান দেশে গণতন্ত্র, বাক-স্বাধীনতা, মানুষের অধিকার ফিরিয়ে এনেছিলেন। কিন্তু আজকে দুর্ভাগ্যের সঙ্গে দেখছি গণতন্ত্রকে হত্যা করা হয়েছে।’

বৃহস্পতিবার (৩০ মে) বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকীতে তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি। এরপর সাংবাদিকদের সাথে আলাপ কালে মির্জা ফখরুল এসব কথা বলেন। এ সময় বিএনপির চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়াকে মুক্ত করা ও হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের শপথও গ্রহণ করে দলটি।

মির্জা ফখরুল বলেন, ‘আজ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী। এই দিনটি জাতি সব সময় শ্রদ্ধাভরে স্মরণ করে।’

তিনি বলেন, ‘জিয়াউর রহমান তাঁর স্বল্প রাজনীতিক জীবনে এই দেশের অগ্রগতির জন্য্ কাজ করেছেন। তিনি বাংলাদেশের মৌলিক পরিবর্তন করেছিলেন। গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। বাক স্বাধীনতা দিয়েছিলেন এবং অর্থনীতিকে মুক্ত করেছিলেন।’

‘আজকে দুর্ভাগ্যের সঙ্গে দেখছি, গণতন্ত্র হত্যা করা হয়েছে, মিথ্যা মামলায় গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি করা হয়েছে। দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে দুঃশাসন কায়েম করা হয়েছে।’

সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘আজকের এই দিনে আমাদের শপথ শহীদ জিয়ার আদর্শ ধারণ করে আমরা গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করব।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘এই দিনে আমরা খালেদা জিয়াকে মুক্ত করার শপথ নিয়েছি। আমরা আন্দোলনে আছি, থাকবো। দেশে যতদিন আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা আসবে না, মানুষের মুক্তি আসবে না, ততদিন বিএনপি মানুষের সঙ্গে থাকবে এবং আন্দোলন চালিয়ে যাবে।’

এ সম্পর্কিত আরও খবর