দুইমাস পর ২০ দলীয় জোটের বৈঠকে বিএনপি

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-26 21:52:53

জোটের নেতাদের নিয়ে বৈঠকে বসেছে বিএনপি। সোমবার (৮ এপ্রিল) রাত ৯টার সময় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় বৈঠক শুরু হয়।
 
প্রায় দুই মাস পর জোটের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
 
জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে অংশ নিয়েছেন, ২০ দলীয় জোটের সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, জাতীয় পার্টির (কাজী জাফর অংশ) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, খেলাফত মসলিসের নেতা আহম্মদ আবদুল কাদের, পিপলস লীগের চেয়ারম্যান গরীবে নেওয়াজ,  লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান,  ন্যাপ ভাসানীর নেতা আজহারুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি মহিউদ্দিন, ডেমোক্রেটিক লীগের নেতা সাইফুদ্দিন মুনি, বাংলাদেশ মুসলীম লীগ এর নেতা শেখ জুলফিকার চৌধুরী বুলবুল, সাম্যবাদী দলের নেতা সাঈদ আহমেদ, জাতীয় দলের নেতা এহসানুল হুদা প্রমুখ।

রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছিল। 

এ সম্পর্কিত আরও খবর