ক্রাইস্টচার্চে হামলার ঘটনায় ড. কামালের নিন্দা

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 06:07:06

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

একই সঙ্গে ঐ হামলাকে নারকীয় সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে বাংলাদেশিসহ সকল নিহত ও আহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ড. কামাল হোসেন।  

শুক্রবার (১৫ মার্চ) গণফোরামের মিডিয়া কর্মকর্তা লতিফুল বারী হামিম সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সমবেদনা জানান তিনি।

বিজ্ঞপ্তিতে ড. কামাল হোসেন বলেন, ‘নিউজিল্যান্ড একটি শান্তিপ্রিয় দেশ। মসজিদে এ ধরণের সন্ত্রাসী নারকীয় ঘটনা অনাকাঙ্খিত ও দুঃখজনক। আমরা মর্মাহত। সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

ভবিষ্যতে এ ধরণের সন্ত্রাসী ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে এই জন্য জোরালো পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয় ঐ বিজ্ঞপ্তিতে।

এ সম্পর্কিত আরও খবর