মনোনয়নপত্র জমাদানের সময় বাড়ানোর দাবি মুক্তিজোটের

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-11-26 13:00:48

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানের জন্য আরও ৭ দিন বৃদ্ধির দাবি জানিয়ে নির্বাচন কমিশন (ইসি) স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট।

রোববার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এই স্মারকলিপি দেন তারা।

মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না বলেন, দেশে গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে নির্বাচনের বিকল্প নাই। কিন্তু সেই নির্বাচন হতে হবে অবাধ, নিরপেক্ষ ও জনগণের অংশগ্রহণমূলক। আমরা চাই ৩০০ আসনে প্রার্থী প্রদানের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে। সেই সঙ্গে আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করবো সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে মনোনয়ন পত্র জমাদানের তারিখ আরও ৭ দিন বাড়ানোর।

তিনি আরও বলেন, জাতীয় জনতার জোট মানুষের সমস্যা এবং এই সমস্যা কিভাবে সমাধান করা যায় এর উপায় নিয়ে কথা বলে। জাতীয় জনতার জোট ও মুক্তিজোট দেশে শিল্প উন্নয়নের মাধ্যমে ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করে, বেকারমুক্ত বাংলাদেশ গড়তে চাই। জাতীয় জনতার জোট কৃষক শ্রমিক মেহনতি মানুষসহ সব নাগরিকের জন্য মানবিক উন্নয়নে কাজ করতে চাই। দুর্নীতি আমাদেরকে গ্রাস করেছে, দুর্নীতি মুক্ত একটি সফল রাষ্ট্র গড়ে তুলতে চাই।

এ সম্পর্কিত আরও খবর