নয়াপল্টনে চলছে যুবদলের সমাবেশ

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 02:17:54

রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ চলছে। কোরআন তেলায়াত, জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে এই সমাবেশ শুরু হয়। সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক শোডাউন করে যুবদল। এতে রাজধানীজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আয়োজিত সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকেন। এসময় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও সরকার বিরোধী নানা স্লোগান দেন তাঁরা।

সমাবেশের কারণে ফকিরাপুল মোড় থেকে কাইকরাইলের নাইটিংগেল মোড় পর্যন্ত সড়কের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া সমাবেশের বিস্তৃতি ঘটেছে পল্টন, বিজয়নগর, ফকিরাপুল পর্যন্ত। ফলে, এসব অঞ্চলেও এক প্রকার বন্ধ যান। এর প্রভাব ছড়িয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন অঞ্চলে।

এদিকে, সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকতে দেখা গেছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করছেন যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু। সঞ্চালনায় আছেন সম্পাদক মোনায়েম মুন্না।

এ সম্পর্কিত আরও খবর