খালেদা জিয়াকে দেখতে গেছেন ফখরুল

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 10:07:08

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গুলশানের বাসভবন ফিরোজায় গিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২০ মার্চ) রাত ৮ টার দিকে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান তিনি। যেখানে এক ঘণ্টা সময় অতিবাহিত করেন ফখরুল। একটি নির্ভযোগ্য সূত্র বার্তা২৪.কম-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

সুত্রটি জানায়, রাত ৮টার দিকে ম্যাডামের বাসভবন ফিরোজায় যান মহাসচিব। প্রায় এক ঘণ্টা সেখানে থাকেন। এসময় ম্যাডামের শারীরিক খোঁজখবর নেন মহাসচিব।

সর্বশেষ ৯ ফেব্রুয়ারি খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেদিন গণতন্ত্রের প্রতি অসামান্য অবদানের জন্য কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও) কর্তৃক প্রদত্ত ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা স্মারক খালেদা জিয়ার হাতে তুলে দেন ফখরুল।

দীর্ঘ ৮১ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে ১ ফেব্রুয়ারি গুলশানের বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তারপর থেকে এখন নিজ বাসায় অবস্থান করছেন সাবেক এ প্রধানমন্ত্রী।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড নিয়ে কারাগারে যাওয়া খালেদা জিয়ার দণ্ড পরে আপিলে দ্বিগুণ হয়। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তার সাত বছরের কারাদণ্ড হয়। বর্তমানে সরকারের নির্বাহী আদেশ শর্তসাপেক্ষে মুক্ত তিনি।

আথ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন ৭৬ বছর বয়সী খালেদা জিয়া। উন্নত সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল টিম। উন্নত সুচিকিৎসার জন্য বিদেশে নেওয়া অনুমতি চেয়ে সরকারের কাছে একাধিকবার আবেদন করেছে পরিবার।পরিবারের সে আবেদনে এখন পর্যন্ত সাড়া দেয়নি সরকার।

এ সম্পর্কিত আরও খবর