আমরা বিভিন্ন কৌশল নিয়ে এগুচ্ছি: ফখরুল

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 16:18:50

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সমাবেশ করছি, এখন করোনার কারণে বন্ধ রয়েছে। সামনের দিনে আরও আন্দোলন হবে। আপনারা আন্দোলন বলতে যেটা দেখতে চান সেটা হলো হরতাল। কিন্তু আপনাদের বুঝতে হবে ডেমোক্রেট রাজনৈতিক দল থাকলে এ জাতীয় আন্দোলন কাজে লাগে। কিন্তু বর্তমানে সে জাতীয় দল ক্ষমতায় নেই। তাই আমরা বিভিন্ন কৌশল নিয়ে এগুচ্ছি।

রোববার (১৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসিচব বলেছেন, ইসির ব্যর্থতা, সুষ্ঠু নির্বাচনের ব্যর্থতা, দেশ পরিচালনার ব্যর্থতা সব দায় আওয়ামী লীগের। আওয়ামী লীগের সভানেত্রী ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ দায় কোনভাবেই এড়াতে পারবে না। সার্চ কমিটি নিয়ে আওয়ামী লীগ কী সিদ্ধান্ত নেবে তা আমরা বলতে পারি না। তারা যদি বিএনপিকে নিয়ে কথা বলে, সেটা বলতে পারে তবে তা কতটুকু সমীচীন হবে তা ভেবে দেখা দরকার।

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির তালিকা তৈরির প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের অধিনে কোন নির্বাচন সুষ্ঠু হতে পারে না। এটা পরীক্ষিত সত্য। আমরা জাতীয়ভাবে সংবাদ সম্মেলন করে বলেছি, এই সার্চ কমিটির তালিকা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, এমনকি নির্বাচন কমিশনও আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। সার্চ কমিটি সম্পর্কে আমাদের কোন আগ্রহ নেই।

তিনি বলেন, ফ্যাসিবাদের লক্ষ্যই হলো মানুষকে স্তব্ধ করে দেওয়া। ভীতি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করা। এটা একটা প্রক্রিয়া। দীর্ঘদিন এমন থাকলে সবাই তা মেনে নিতে শুরু করে। এ অবস্থায় কিন্তু বাংলাদেশ বর্তমানে চলছে। সকলকে সচেতন হতে হবে। অধিকারের জন্য, সমাজ-দেশকে রক্ষার জন্য ছাত্র, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষকে বেরিয়ে আসতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি তাজু খান, আবু তাহের দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েসসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর