চলমান আন্দোলন আরও বেগবান করতে চায় বিএনপি

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 19:02:46

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবিতে চলমান যে আন্দোলন কর্মসূচি চলছে তা আরও বেগবান করার সিদ্ধান্ত নিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্যরা।

মঙ্গলবার (৩০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

মহাসচিব বলেন, দেশনেত্রীর মুক্তি ও অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে চলমান আন্দোলনকে আরও বেগবান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মির্জা ফখরুল বলেন, স্থায়ী কমিটির সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সদস্যবৃন্দকে অবহিত করেন।

এ সময় দেশনেত্রীর লিভার সিরোসিস ব্যধিজনিত অসুস্থতায় শারীরিক অবস্থার ক্রমাবনতি বিশেষ করে রক্তক্ষরণ জনিত পরিস্থিতি উল্লেখ করে চিকিৎসকদের বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

ফখরুল বলেন, অবিলম্বে দেশনেত্রীর উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে প্রেরণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। সভা মনে করে, প্রচলিত আইনের আওতায় দেশনেত্রীকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর ক্ষেত্রে কোনও বাধা নেই। এ ধরনের নজির বাংলাদেশে আছে।

এছাড়া সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু ও বাসে হাফ পাসের জন্য চলমান শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন করছেন বিএনপি বলেও জানান তিনি।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ট্রাফিক নৈরাজ্যের ফলে সৃষ্ট সড়ক দুর্ঘটনায় কয়েকজন শিক্ষার্থীর মৃত্যুর কারণে বিচারের দাবিতে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের প্রতি সমর্থন জানানো হয় এবং বাস ভাড়ায় হাফপাস পদ্ধতি প্রবর্তনের জন্য শিক্ষার্থীদের দাবিকে যথাযথ মনে করি বিএনপি।

তিনি জানান, সভায়, প্রয়োজনে সরকারকে ভর্তুকি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের এই দাবি মেনে নেওয়ার জন্য আহ্বান জানানো হয়।

গত ২৯ নভেম্বর রাতে স্থায়ী কমিটির এই সভা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই সভায় অংশগ্রহণ করেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।

এ সম্পর্কিত আরও খবর