বিএনপি নয়, আ.লীগ রাজাকারের গাড়িতে পতাকা দিয়েছে : কাদের সিদ্দিকী

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 16:21:53

বিএনপি রাজাকারের গাড়িতে পতাকা দিয়েছে এটা সত্য নয়, আওয়ামী লীগ রাজাকারের গাড়িতে পতাকা দিয়েছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

মঙ্গলবার ( ৬ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘বিএনপি রাজাকারের গাড়িতে পতাকা দিয়েছে এ অভিযোগ সত্য নয়। আওয়ামী লীগ প্রথম সরিষাবাড়ির নুরু মওলানার গাড়িতে দেশের পতাকা তুলে দিয়েছিল। আওয়ামী লীগ রাজাকার মহিউদ্দিনের গাড়িতে পতাকা তুলে দিয়েছিল।’

তিনি বলেন, ‘নির্বাচন পর্যন্ত বিএনপিকে ভুলে যান। ঐক্যফ্রন্টের ব্যানারে আপনারা হিমাদ্রীর মত সোজা হোন।’

কাদের সিদ্দিকী বলেন, ‘শফি হুজুর ভুলে যেতে পারেন, আমি ভুলি নাই শাপলা চত্বরে যে রক্ত ঝরেছে।’

তিনি বলেন, ‘খালেদার মুক্তির দরকার নাই, চিন্তা কিরতে হবে হাসিনার মুক্তি কবে হবে? খালেদা জেলখানায় গিয়ে গণতন্ত্রের সৈনিক হয়েছেন। খালেদাকে বন্দি রাখা যাবে না।’  

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা এনেছিলাম। ড. কামালের নেতৃত্বে গণতন্ত্র মুক্ত করবো। পুলিশের পেছনে দৌড়াতে দৌড়াতে হয়রান হয়ে যাব তবু পরাজয় হবে না আমাদের।’

 

এ সম্পর্কিত আরও খবর