খালেদার মুক্তির স্লোগান নিয়ে ‘ঐক্যফ্রন্টের সমাবেশে’ আসছেন নেতা-কর্মীরা

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 01:18:54

জাতীয় ঐক্যফ্রন্টের সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় আসতে শুরু করেছেন নেতা-কর্মীরা। ছোট ছোট মিছিলে খালেদা জিয়ার মুক্তির স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে প্রবেশ করছেন সমর্থকরা।

সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজন করা হয়েছে এ জনসভার।

মঙ্গলবার (৬ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার সকাল ১০ টার পর থেকেই নেতা কর্মীরা আসতে শুরু করেছেন। দুপুর ২ টায় আনুষ্ঠানিক ভাবে সভা শুরু হবে।

২৪ শর্তে অনুমতি পাওয়া এ জনসভায় প্রধান অতিথি গণফোরাম সভাপতি  ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়কড. কামাল হোসেন,  প্রধান বক্তা জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরেজমিনে দেখা যায়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের পাশের সোহরাওয়ার্দী উদ্যানের গেইট দিয়ে ছোট ছোট মিছিল নিয়ে নেতা কর্মীরা প্রবেশ করছেন। জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে জনসভা শুরু হলেও প্রতিটি মিছিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করা হয়েছে।

বিএনপির অংগ সংগঠন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা এখন সংগীত পরিবেশন করছেন।

এ সম্পর্কিত আরও খবর