কারাগারে আদালত বসানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 16:07:39

কারাগারে আদালত বসানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা।

রোববার (৯ সেপ্টেম্বর) দুপুরে রিট দায়েরের বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন ব‍্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে চলমান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম নিরাপত্তা জনিত কারণে বকশিবাজার কারা অধিদপ্তরের প‍্যারেড গ্রাউন্ডের বিশেষ আদালতের পরিবর্তে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে পরিচালিত হবে জানিয়ে আইন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে।

বুধবার (৫ সেপ্টেম্বর) পরিবর্তিত আদালত বকশিবাজার পুরাতন কারাগারের প্রশাসনিক ভবনের ৭ নম্বর কক্ষে মামলার কার্যক্রম শুরু হলেও খালেদা জিয়ার আইনজীবীরা অনুপস্থিত ছিলেন।

ঐদিন বিশেষ জজ আদালত ৫ এর বিচারক ড. আখতারুজ্জামান যুক্তিতর্ক উপস্থাপনের দিন ১২ ও ১৩ সেপ্টেম্বর ধার্য করেন।

এসময় খালেদা জিয়ার আইনজীবীরা বার্তা২৪.কমকে জানিয়েছিলেন, গেজেটের বিষয়ে তাদের অবহিত করা হয়নি। এমনকি কারাগারে আদালত বসানোকে সংবিধানের পরিপন্থী।

এরই ধারাবাহিকতায় খালেদা জিয়ার আইনজীবীরা কারাগারে আদালত বসানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করলেন।

এর আগে রোববার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে আদালত বসানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়েরের অনুমতি দেয় হাইকোর্ট।

নির্দেশনা পাওয়া মাত্রই এই রিট দায়ের করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

এ সম্পর্কিত আরও খবর