ঈদের বন্ধ শেষে আবার ছুটছে ট্রেন

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-30 23:53:48

ঢাকা: ঈদের দিন বন্ধ রেখে আবার সারাদেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। লালমনি এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস বাদে সব ট্রেনের ডে অফ বহাল আছে।

বৃহস্পতিবার (২৩ আগস্ট) সকালে কমলাপুর থেকে ট্রেন ছেড়ে গেছে সময়মতো। ঈদের ঠিক আগে শিডিউল বিপর্যয়ে পড়া ট্রেনগুলো আবার ‘রাইট টাইমে’ ফিরেছে।

সকাল ৮ টার দিকে ঢাকা-রংপুর রুটে চলাচলকারী রংপুর এক্সপ্রেস যথা সময় সকাল ৯ টায় ছাড়ার জন্য প্লটাফর্মে প্রস্তুত রাখা হয়েছে। এর আগে ছেড়ে গেছে কিশোরগঞ্জগামী এগারোসিন্ধু, প্রভাতী ট্রেন।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সিতাংশু বার্তা২৪.ডটকমকে জানান, আন্ত:নগর কয়েকটি ট্রেন চলবে এর মধ্যে রংপুর এক্সপ্রেস, একতা, তিস্তা, মহনগর প্রভাতী গোধূলি। এছাড়া মেইল ট্রেনগুলো চলবে।

স্টেশন সূত্র জানায়, লোকো সমস্যার কারণে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস নির্ধারিত সময়ে ঢাকা ছেড়ে যায় নি।

ঠিক সময়ে ছাড়ার জন্য ঢাকায় যেসব ট্রেন রয়েছে সেগুলো হলো মহানগর প্রভাতী, তিতাস, কর্ণফুলি। ঈদের আগে ঢাকায় বেশিরভাগ ট্রেন ঠিক সময়ে না পৌঁছতে পারায় আবার ছেড়ে যেতেও দেরি হত।

দিনে আরও যেসব ট্রেন চলছে সেগুলো হলো, দিনাজপুর-ঢাকা-দিনাজপুর রুটে চলাচলকারী একতা এক্সপ্রেস। সান্তাহার-বুড়িমারী-সান্তাহার রুটে চলাচলকারী করতোয়া এক্সপ্রেস।

খুলনা-রাজশাহী-খুলনা’র মধ্যে চলালকারী কপোতাক্ষ এক্সপ্রেস। খুলনা হতে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস

রাজশাহী-চিলাহাটি-রাজশাহী’র মধ্যে চলাচলকারী তিতুমীর এক্সপ্রেস। খুলনা হতে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস। চিলাহাটি হতে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস। রাজশাহী-ঢাকা-রাজশাহী’র মধ্যে চলাচলকারী পদ্মা এক্সপ্রেস। রাজশাহী হতে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস। ঢাকা-রংপুর-ঢাকা’র মধ্যে চলাচলকারী রংপুর এক্সপ্রেস।

লালমনিরহাট-ঢাকা-লালমনিরহাটের মধ্যে চলাচলকারী লালমনি এক্সপ্রেস। এছাড়া কমিউটার, মেইল/এক্সপ্রেস এবং লোকাল ট্রেন চলাচল করবে।

রেলওয়ে সূত্র জানিয়েছে,  ঈদের পর সব আন্তঃনগর ট্রেনের অফ-ডে যথারীতি বহাল থাকবে। আগামীকাল শুক্রবার ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস চলাচল করবে সাপ্তাহিক বন্ধ থাকলেও চলাচল করবে।

শনিবার রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস চলাচল করবে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে না।

২৯ আগস্ট বুধবার ঢাকা-দিনাজপুর-ঢাকার মধ্যে চলাচলকারী দ্রুতযান এক্সপ্রেস এক্সপ্রেস চলবে। এদিন সাপ্তাহিক বন্ধ থাকবে না।

এ সম্পর্কিত আরও খবর