ডিম ভেঙে পালাতে চেয়েছিল ট্রাকটি

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপেন্ডন্ট,বার্তা২৪.কম | 2023-08-29 06:41:25

চট্টগ্রাম: ডিম ভর্তি ভ্যান গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। পেছন দিক থেকে এসেই ভ্যানটিকে ধাক্কা দিল একটি ট্রাক। ধাক্কা দিয়েই পালানোর ফন্দি করেছিল ট্রাকটি। কিন্তু বাধ সাধে এলাকাবাসী। তারা আটকে দেয় ট্রাকটিকে।

এদিকে ভ্যান গাড়ির মালিক তখন গাড়ির কাছে ছিলেন না। তিনি রাস্তার ধারে ভ্যান রেখে ডিম সাপ্লাই দিচ্ছিলেন। এর মধ্যে এই দুর্ঘটনাটি ঘটাল ট্রাকটি।

সোমবার (২০ আগস্ট) দুপুরে চট্টগ্রাম নগরীর ঝাউতলা বাজারেই এ ঘটনা ঘটে।

ভ্যান গাড়ি ও ডিমের মালিক নুরুজ্জামান জানান, নগরীর পাহাড় তলী থেকে দুই হাজার ডিম নিয়ে ঝাউতলা বাজারে সাপ্লাই দিচ্ছিলেন তিনি। পথের পাশে ভ্যানটি রেখে দোকানে ডিম দিতে গেলেই পেছন থেকে ট্রাক এসে ভ্যান গাড়িকে ধাক্কা দেয় এতে প্রায় দেড় হাজার ডিম নষ্ট হয়ে যায়। পালাতে যাওয়ার সময় এলাকাবাসী ট্রাকটি আটক করে। ট্রাক নম্বর ঢাকা মেট্রো উ ১৪.০৫৯৪।

ট্রাকটি ঢাকায় ফ্রেশ পানি সাপ্লাই দেয়। ট্রাকের ড্রাইভার আবু তাহের বলেন, ভুলবশত ডিমের ভ্যানে ধাক্কা লাগে। তাই নষ্ট হওয়া ডিমের টাকা আমি দিব বলে জানিয়েছি। ফলে এলাকার মানুষ শান্ত হয়।

এ সম্পর্কিত আরও খবর