হাতিবান্ধায় ভুয়া প্রশ্ন ফাঁস চক্রের সদস্য আটক

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-24 02:44:27

লালমনিরহাটের হাতিবান্ধায় হাসিবুল ইসলাম (২৬) নামে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব।

বুধবার (২৯ জানুয়ারি) রংপুর র‌্যাব-১৩ মিডিয়া অফিসার মেজর সৈয়দ ইমরান হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জানুয়ারি) লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বড়খাতা চৌরাঙ্গী বাসস্ট্যান্ড মোড় এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য হাসিবুল ইসলামকে আটক করা হয়।

গ্রেফতার হাসিবুল স্থানীয় পূর্ব ফকিরপাড়া গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে। সে ভুয়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক গ্রুপ, পেজের সক্রিয় সদস্য অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করতো। সে পরীক্ষার রেজাল্ট পরিবর্তনের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের প্রলুব্ধ করত। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারসহ বিভিন্ন গ্রুপের মাধ্যমে যোগাযোগ করতো এবং বিকাশের মাধ্যমে প্রতারণার অর্থ লেনদেন করতো।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসিবুল ইসলাম তার কর্মকাণ্ডের কথা স্বীকার করেছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ সম্পর্কিত আরও খবর