সিলেটে কখন কোথায় ঈদ জামাত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা সারাদেশের ন্যায় সিলেটেও পালিত হবে। প্রতিবারের মতো এবারও সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে শাহী ঈদগাহ ময়দানে। ঈদুল আজহা জামাত এবার ৩ হাজারের অধিক ঈদগাহ-মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

শাহী ঈদগাহ ময়দান: সিলেটে সবচেয়ে বড় ঈদের প্রধান জামাত শাহী ঈদগাহ ময়দানে। এখানে জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। নামাজের আগে বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান ও ইমামতি করবেন একই মসজিদের ইমাম মাওলানা মুফতি আবু হোরায়রা নোমান। এখানে ঈদের জামাতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্য, জনপ্রতিনিধি ও কেন্দ্রীয় এবং স্থানীয় রাজনৈতিক নেতাসহ লাখো মুসল্লি অংশ নেবেন।

বিজ্ঞাপন

হযরত শাহ জালাল (রহ.) জামে মসজিদ(দরগাহ): দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদের ইমাম ও খতিব দেওয়ান হুযায়ফা হোসাইন চৌধুরী।

হযরত শাহপরান (রহ.) জামে মসজিদ: হযরত শাহপরান (রহ.) জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

কালেক্টরেট জামে মসজিদ: সিলেট মহানগরের বন্দরবাজারস্থ কালেক্টরেট জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। নামাজের আগে বয়ান পেশ করবেন এবং নামাজে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শাহ আলম।

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ: আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে পবিত্র ঈদুল আজহার জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। জামাতের পূর্বে আলোচনা পেশ করবেন প্রখ্যাত আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম-আল মাদানী। জামাতে ইমামতি ও খুতবা পেশ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। এই জামাতে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে।

কুদরত উল্লাহ জামে মসজিদ: সিলেট নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার ৩টি জামাত অনুষ্ঠিত হবে।

প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় ও তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন ড. মাওলানা এ এইচ এম সোলায়মান এবং তৃতীয় জামাতে ইমামতি করবেন হাফিজ মাওলানা হোসাইন আহমদ।

আম্বরখানা জামে মসজিদ: আম্বরখানা কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এতে বয়ান করবেন মাওলানা মুফতি জিয়াউর রহমান। নামাজে ইমামতি করবেন হযরত মাওলানা মুফতি ছালেহ আহমদ।

সিলেট জজ কোর্ট জামে মসজিদ: সিলেট জজ কোর্ট জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।

সিলেট রেজিস্ট্রারি মাঠ: সিলেট রেজিস্ট্রারি মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।

সিলাম শাহী ঈদগাহ: দক্ষিণ সুরমার সিলাম শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত ৭টায় ও ২য় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

নবাবী মসজিদ কালীঘাট: নগরীর কালীঘাট নবাবী জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।