সিলেটে বিএনপির ৫৮ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

সিলেট, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2023-08-31 11:31:12

বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার অভিযোগে সিলেট বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫৮ নেতাকর্মীর বিরুদ্ধে মালমা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) অনুপ কুমার চৌধুরী বাদী হয়ে বিএনপির ৩৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২০ জনকে আসামি করে এ মামলা করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নগরের সুরমা মার্কেট মোড়ে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে বিএনপির ৫৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের নাম শুক্রবার জানানো হবে।’

পুলিশ সূত্রে জানা গেছে, আসামিদের মধ্যে রয়েছেন সিলেট মহানগর ছাত্রদল নেতা দেবাশিষ দাস গুপ্ত, আলী বাহার ও রাসেল আহমদ, জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদল ও যুবদলের শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন আপিল বিভাগে খারিজ করে দেন আদালত। এর প্রতিবাদে দুপুর আড়াইটার দিকে সিলেট নগরের তালতলায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় নগরের সুরমা মার্কেট মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে জিন্দাবাজার থেকে ৩ ছাত্রদল নেতাকে আটক করে পুলিশ।

এ সম্পর্কিত আরও খবর