পাঠকের চাহিদা পূরণে ব্যর্থ এই গণগ্রন্থাগারটি

, জাতীয়

নড়াইল প্রতিনিধি, বার্তা২৪.কম | 2023-08-28 11:45:41

নড়াইল: নড়াইল জেলা সরকারি গণগ্রন্থাগারটি পাঠকের চাহিদা পূরণ করতে পারছে না। দিন দিন পাঠকের সংখ্যা বাড়লেও চাহিদা মতো বইসহ জাতীয় ও আঞ্চলিক সকল পত্রিকা এখানে রাখা হয় না। লাইব্রেরি থেকে আরও বেশি সেবার প্রত্যাশা পাঠকদের।

গণগ্রন্থাগার সূত্রে জানা গেছে, ১৯৮২ সাথে নড়াইল জেলা সরকারি গণগ্রন্থাগারটি প্রতিষ্ঠিত হয়। প্রায় ২৯ বছর শহরের বিভিন্নস্থানে ভাড়া বাড়িতে এটির কার্যক্রম চলত। পরবর্তীতে ২০১১ সালে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে এ গণগ্রন্থাগারটি স্থাপন করা হয়। বর্তমানে এ ভবনেই লাইব্রেরির কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রায় ৩০ হাজার বই রয়েছে লাইব্রেরিতে। প্রতিদিন বিভিন্ন শ্রেণির মানুষসহ শতাধিক শিক্ষার্থী এখানে বইসহ পত্রিকা পড়তে করতে আসেন। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এটি খোলা থাকে। সপ্তাহে বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকে এটি। প্রতিবছর দেড় থেকে দুই হাজার নতুন বই লাইব্রেরিতে সংগ্রহ করা হয়ে থাকে।

জানা গেছে, নড়াইল শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত জেলা গণগ্রন্থাগারের ভেতরে পাঠকদের জন্য চেয়ার, টেবিল, ফ্যান, লাইট ও কম্পিউটারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। পাঠকরা এখানে বসে পড়ার পাশাপাশি বই বাসায় নিয়ে গিয়েও পড়তে পারছে। পূর্বের বই জমা দিয়ে পুনরায় নতুন বই সংগ্রহ করতে পারছে। আগে এখানে পাঠক সংখ্যা কম থাকলেও দিন দিন এ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে এখান থেকে বেশির ভাগ সময়ই পাঠকরা তাদের চাহিদা মতো বই পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

পাঠক নকিব হোসেন বলেন, ‘আমি এখানে নিয়মিত বই পড়তে আসি। আমার চাহিদা মতো বই সব সময় পাই না। এখানে বই এর সংখ্যা আরও বৃদ্ধি করা দরকার।’

কুশল আহম্মেদ বলেন, ‘পত্রিকার মাধ্যমে আমরা দেশসহ বিদেশের সংবাদ জেনে থাকি। কিন্তু এখানে সব ধরনের পত্রিকা পাওয়া যায় না। হাতে গোনা কয়েকটি পত্রিকা শুধুমাত্র এখানে রাখা হয়। পত্রিকার সংখ্যা বৃদ্ধি করা দরকার।’

নূর জাহান ইসলাম ও প্রীতি বিশ্বাস বলেন, ‘বান্ধবীদের নিয়ে এ লাইব্রেরিতে এসে বিভিন্ন ধরনের গল্পের বই ও উপন্যাস পড়ি। বই আমাদের জ্ঞান অর্জনে বন্ধুর মতো সহযেগিতা করে। তবে এখানে বই এর সংখ্যা আরও বৃদ্ধি করা উচিত।’

গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান তাজমুল ইসলাম বলেন, ‘সীমিত বরাদ্দের মাধ্যমে লাইব্রেরির পাঠকদের উন্নত সেবা দেয়াই আমাদের লক্ষ্য। পাঠকদের আরও বেশি আকৃষ্ট করতে গণগ্রন্থাগারটির মধ্যে ওয়াইফাই সংযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর