‘কিসের ছাত্রলীগ, ‘অপরাধী অপরাধীই’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 20:52:28

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা অপরাধ করেছে তারা শাস্তি পাবেন। কারণ, অপরাধী অপরাধীই, এখানে কে ছাত্রলীগ কে আওয়ামী লীগ এসব বিবেচনা আমি করিনা।

বুধবার (০৯ অক্টোবর) গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আবরার হত্যা প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

নিউইয়র্কে জাতিসংঘের ৭৪ সাধারণ অধিবেশেন অংশগ্রহণ ও ভারত সফরের অভিজ্ঞতা দেশবাসিকে জানাতে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। 

প্রধানমন্ত্রী বলেন, বুয়েটের ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমি ছাত্রলীগকে বলেছি যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। পুলিশকে বলেছি গ্রেফতার করতে, নির্দেশ দিয়েছিলাম আলামত সংগ্রহ করতে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে। এখানে কোনো ছাড় নেই। কেউ যদি কোন অপরাধ করে সে কোন দল আমি দেখিনা। কে ছাত্রলীগ, কে ছাত্রদল সেগুলা আমরা বিচার করিনা। অপরাধীদের যত রকমের উচ্চ শাস্তি দরকার দেওয়া হবে।

শেখ হাসিনা বলেন, মাত্র ২১ বছরের ছেলে। তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। কী  দুঃখজনক। তার বাইরে কোন ইনজুরি নেই, সব ইনজুরি ভেতরে।

ছাত্রলীগ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ছাত্রলীগ সব সময় একটা স্বাধীন স্বতন্ত্র সংগঠন। তবে যেহেতু তারা ছাত্রলীগ তাই তাদের গাইড লাইন দিতে হয়।এই ছাত্রলীগ কিন্তু দেশে ইতিবাচক অনেক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে।অনেক ক্ষেত্রে ছাত্রলীগ অগ্রণী ভুমিকা পালন করেছে।    

এ সম্পর্কিত আরও খবর