'বাধা উপেক্ষা করে কীভাবে সমাবেশ করতে হয় তা বিএনপি জানে'

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ | 2023-08-31 13:38:42

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, 'বেগম খালেদা জিয়ার মুক্তি দাবির আন্দোলনে বাধা দিলে আন্দোলন আরও জোরদার হবে। বাধা উপেক্ষা করে কীভাবে সমাবেশ করতে হয় তা বিএনপির নেতাকর্মীরা জানে।'

তিনি বলেন, 'সকল ধরনের বাধা উপেক্ষা করেই ময়মনসিংহে আগামী ২৬ সেপ্টেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে সমাবেশ হবে। বাধা দিলে সমাবেশ আরও বড় হবে। প্রয়োজনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে সারা শহর অচল করে দেয়া হবে। '

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির বিভাগীয় সমাবেশ উপলক্ষে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ এসব কথা বলেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, 'বেগম খালেদা জিয়ার জামিন সাংবিধানিক অধিকার। কত খুনি-সন্ত্রাসীরা জামিন পাচ্ছে। কিন্তু বেগম জিয়া সরকারের বাধার কারণে জামিন পাচ্ছেন না। বর্তমানে দেশের নাজুক অবস্থা। সরকারের টপ টু বটম দুর্নীতি নিমজ্জিত। পতন তাদের নিশ্চিত।'

সভায় দক্ষিণ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, সাবেক মন্ত্রী সিরাজুল হক, নির্বাহী সদস্য শাহ শহীদ সারোয়ার, ডা: মাহাবুবুর রহমান লিটন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর