‘আবার সুযোগ পেলে আন্তর্জাতিক মানের শহর গড়ব’

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-22 14:17:31

আবারও সুযোগ পেলে ঢাকাকে আন্তর্জাতিক মানের শহর হিসেবে গড়ে তুলবেন বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

তিনি বলেছেন ‘দায়িত্ব গ্রহণের পর বলেছিলাম নগরীর মৌলিক সমস্যার সমাধান করব। আমরা সমস্যাগুলোর সমাধান করতে পেরেছি। আগামীতে যদি এই শহরের মানুষ চান, বর্তমান নেতৃত্বকে আবার বেছে নেয়, তাহলে আমরা আমাদের এই শহরকে আন্তর্জাতিক মানের শহর হিসেবে গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করব।’

রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে নগর ভবনে ডিএসসিসির ২০১৯-২০ অর্থ বছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. জাহিদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, ‘দায়িত্ব গ্রহণের সময় এই শহরের ৭৫-৮০ ভাগ সড়কে স্ট্রিট লাইট জ্বলত না, এখন কম-বেশি ৯৭ ভাগ রাস্তায় এলইডি আলোয় আলোকিত হচ্ছে। আমাদের ৯০ ভাগ রাস্তা চলাচলের উপযোগী। বর্জ্য ব্যবস্থাপনায় শতভাগ সফল বলতে পারব না, তবে সফলতার দিকে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আগামীতে যদি নগরবাসী আবার সুযোগ দেয় এই শহরকে ‘রি-ডেভলপমেন্ট অব ঢাকা’ গড়ে তুলব। সেটা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার মাধ্যমে করব। এর জন্য একটা বড় প্রকল্প গ্রহণ করব। বুড়িগঙ্গা রি-জেনারেশন করার উদ্যোগ গ্রহণ করব। আগামী দিনে নগরবাসী আমাদের কাজে কর্মে সন্তুষ্ট হয়ে যদি আমাদেরকে সুযোগ দেন, তাহলে আন্তর্জাতিক মানের শহর হিসেবে আমরা নগরীকে গড়ে তুলতে উদ্যোগ গ্রহণ করব।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রসঙ্গে মেয়র বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি ডেঙ্গু একটি প্রাকৃতিক বিপর্যয়। এই ডেঙ্গুর ব্যাপারে আমি বলেছিলাম সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নিয়ন্ত্রণে চলে আসবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে। আরও নিয়ন্ত্রণের মধ্যে আসবে।’

তিনি বলেন, ‘বিগত চার বছরে যেসব উন্নয়ন কাজ সম্পন্ন করা হয়েছে তা বিগত এক দশকেও সম্ভব হতো না এবং অতীতে এত উন্নয়ন সম্পন্ন হয়নি। এটা আমি দাবি নিয়ে বলছি। ঢাকা দক্ষিণ সিটি এখন উন্নয়নের স্রোতধারায় বদলে যাওয়া নগরী।’

এ সম্পর্কিত আরও খবর