বরখাস্তের পরও বহাল তবিয়তে কাস্টমস কর্মকর্তা আইয়ুব

রাজশাহী, জাতীয়

হাসান আদিব, স্টাফ করেসপন্ডেট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী | 2023-09-01 14:43:50

বাড়িতে দলবল নিয়ে ঘুষের টাকা ভাগাভাগির ঘটনা ফাঁস হওয়ার পর রাজশাহী কাস্টমস অফিসের রাজস্ব কর্মকর্তা আইয়ুব আলীকে সাময়িক বরখাস্ত করে জাতীয় রাজস্ব বোর্ড। বোর্ডের চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে গত ১৯ আগস্ট তাকে বরখাস্তের আদেশ দেওয়া হয়।

চিঠিতে ঐ ঘটনা তদন্তের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের সচিব ফাইজুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়। অথচ সোমবার (২৬ আগস্ট) দুপুরে রাজশাহী বিভাগীয় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কার্যালয়ে গিয়ে আইয়ুব আলীকে কর্মরত দেখা গেছে।

দফতরের কর্মকর্তাদের অভিযোগ- কাস্টমস কমিশনার মজিবুর রহমানের প্রশ্রয়ে আইয়ুব আলী বরখাস্ত হওয়ার পরও দায়িত্ব পালন করছেন। আইয়ুব আলীর মাধ্যমেই সোনামসজিদ স্থল বন্দর দিয়ে আসা মালামালের রাজস্ব ফাঁকির অর্থ বুঝে নিতেন কাস্টমস কমিশনার মজিবুর রহমান। পরে এই অর্থ আইয়ুব আলীর উপ-শহর এলাকার বাসভবনে ভাগাভাগির আসর বসত। সেখানে চলত মদের আসরও। আইয়ুব আলীর মাধ্যমে কাস্টমস কমিশনার মজিবুর রহমান সব ধরনের অবৈধ অর্থ আদায় করতেন বলে তার সঙ্গে রয়েছে বিশেষ সখ্যতা।

সোমবার রাজশাহী কাস্টমস কমিশনারের কার্যালয়ে যেতেই দেখা যায়, নিজ অফিস কক্ষ তিনতলা থেকে সিঁড়ি বেয়ে নামছেন রাজস্ব কর্মকর্তা আইয়ুব আলী। কথা বলতে চাইলে তিনি বলেন, ‘স্যারের কাজে বাহিরে যাচ্ছি।’

বরখাস্ত হবার পরও কেন স্যারের কাজে যাচ্ছেন- জানতে চাইলে আইয়ুব আলী সুর পাল্টে বলেন, ‘নিজের কাজে বাইরে যাচ্ছি। আমি তো বরখাস্ত, অফিসে হাজিরা দিচ্ছি। তবে কাজ করছি না। আপনি কমিশনার স্যারের সাথে কথা বলে দেখতে পারেন।’

জানা যায়, গত ২৪ জুলাই দিবাগত গভীর রাতে আইয়ুব আলীর বাসা থেকে ঘুষের আট লাখ ৩০ হাজার টাকা, সাত হাজার ডলার ও একটি পিস্তলসহ গোয়েন্দা পুলিশ সাত জনকে আটক করে। পরে ছয় জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে ঘুষ দিতে যাওয়ার অভিযোগ আনা হয়। বাসায় মদের আসর বসানোর অভিযোগও ছিল আইয়ুব আলীর বিরুদ্ধে।

জানতে চাইলে আইয়ুব আলী বলেন, ‘মদ খাওয়ার লাইসেন্স আছে আমার।’

তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রাজশাহীর অতিরিক্ত পরিচালক জাফরউল্লাহ কাজল বলেন, ‘আমাদের রেজিস্ট্রারে আইয়ুব আলীর মদপানের লাইসেন্স নেই। আইয়ুব আলীর নামে আমরা লাইসেন্স ইস্যু করিনি।’

জানতে চাইলে রাজশাহীর কাস্টমস কমিশনার মজিবুর রহমান বলেন, ‘বরখাস্তের কাগজেই লেখা আছে অফিসে নিয়মিত হাজিরা দিতে হবে। তিনি হাজিরা দিতে আসেন। তাকে অফিসের দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে না।’

তবে অফিসের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বরখাস্তের আগেও যেমন প্রতাপশালী ছিলেন আইয়ুব আলী, বরখাস্তের পরও তিনি আগের মতোই প্রতাপশালী। আইয়ুব আলী নিয়মিত অফিস করছেন, নিজের আগের চেম্বারেই দিনভর বসছেন।

এ সম্পর্কিত আরও খবর