আজও ঢাকায় ফিরছে মানুষ, ভোগান্তি ট্রেনে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 18:11:20

ঈদ শেষে প্রিয়জনের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তকে স্মৃতি করে কাজের টানে আজও ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষেরা। ট্রেনে ঢাকাগামী যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। ফিরতি পথে যাত্রীদের ঢাকা আসতে পোহাতে হচ্ছে দুর্ভোগ বলে অভিযোগ করেন যাত্রীরা।

শনিবার (১৭ আগস্ট) সকালে সরেজমিনে দেখা যায়, কমলাপুর রেলস্টেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখন পর্যন্ত ১৬টি ট্রেন যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে। প্রতিটি ট্রেনেই ছিল উপচে পড়া ভিড়। ভিড় ঠেলে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবাই ফিরছেন ব্যস্ত নগরীতে।

সারাদেশ থেকে ঈদের জন্য স্পেশালসহ মোট ৩৭টি আন্তঃনগর ট্রেন যাত্রী নিয়ে ঢাকায় আসবে।

 

সিলেট থেকে ঢাকা আসা মুরাদ হাসান নামে এক যাত্রী বার্তা টোয়েন্টিফোর.কমকে বলেন,'ঈদের সময় ঢাকা থেকে ট্রেনে যেতে যে ধরনের দুর্ভোগ পোহাতে হয়েছিল গ্রাম থেকে ঢাকা ফিরতেও তার ব্যতিক্রম হচ্ছে না। পথে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফিরতি ট্রেনেও যাত্রীদের অধিক চাপ। গরমে হাঁসফাঁস করার মতো অবস্থা। ট্রেনের আসন সংখ্যার তুলনায় দাঁড়ানো যাত্রী বেশি থাকার ফলে দুর্ভোগ বেড়ে গেছে।'

 

চট্টগ্রাম থেকে আসা সামিয়া রহমান নামে এক যাত্রী অভিযোগ করে বার্তা টোয়েন্টিফোর.কমকে বলেন, রোববার (১৮ আগস্ট) থেকে অফিস। তাই আজ ঢাকায় আসলাম। নারী যাত্রী হিসেবে পরিবার-পরিজন নিয়ে একটু নির্বিঘ্নে যাত্রা করার জন্য ট্রেনকে বেছে নিয়েছিলাম। কিন্তু পথে বিভিন্ন দুর্ভোগের পর অবশেষে ঢাকায় পৌঁছলাম। প্রতিটা স্টেশনেই নির্ধারিত সময়ের চেয়ে বেশিক্ষণ বিরতি ছিল, ফলে নির্ধারিত সময়ের কিছুটা পরে ঢাকায় পৌঁছেছে ট্রেন। এই গরমে ট্রেনের ভিতরে সবচেয়ে বেশি কষ্টে, পোহাতে হচ্ছে মহিলা ও শিশুদের।'

 

কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক বার্তা টোয়েন্টিফোর.কমকে বলেন, এবার ঈদের আগে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ফলে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের যাত্রীদের আমরা সময়মতো তাদের গন্তব্যে পৌঁছে দিতে পারিনি। এতে তাদের কিছুটা দুর্ভোগে পড়তে হয়েছিলো।'

 

তিনি আরো বলেন, ’যেসব যাত্রীরা গ্রামে ঈদ করতে গিয়েছিল তারা আবার ঢাকায় ফিরতে শুরু করেছেন। আমরা হয়তো তাদের সেবা দিয়ে পুরোপুরি সন্তুষ্ট করতে পারিনি। পরবর্তীতে তাদের কোন ধরনের অভিযোগ ছাড়াই ভালো ট্রেন সার্ভিস দিতে পারব বলে আশা করছি।'

উল্লেখ্য, প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ট্রেনের পাশাপাশি সড়ক ও নৌপথে কর্মস্থলে ফিরছে মানুষ। ফিরতি পথের মানুষের ভিড় বলে দিচ্ছে, রোববার থেকে আগের কর্মব্যস্ত রূপে ফিরবে যানজটের এ নগরী।

এ সম্পর্কিত আরও খবর