'পানির সংকট ছিল না, গাড়ি ঢুকতে পারেনি'

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 22:11:32

মিরপুর ৭ এর চলনতিকা মোড়ের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পানির সংকট ছিল না। মূলত ভেতরে গাড়ি প্রবেশ করতে পারেনি বলেই আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অতিরিক্ত সচিব তরুণ কান্তি শিকদার।

শুক্রবার (১৬ আগস্ট) ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তথ্য ডেস্কের সামনে থেকে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

তরুন কান্তি শিকদার বলেন, ‘ফায়ার সার্ভিস তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে আগুন নিয়ন্ত্রণ করতে। যদি একটু পানি পাওয়া যেত তাহলে আরও আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসত। এখন আগুন নিয়ন্ত্রণে না আসলেও আগুন ছড়িয়ে যাওয়ার আর কোনো ভয় নেই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের এই অতিরিক্ত সচিব বলেন, ‘বস্তিতে আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে পানির সংকট ছিল না। মূলত গাড়ির ভেতরে প্রবেশ না করার কারণেই আগুন নিয়ন্ত্রণের সময় লেগেছে।’

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত নিহতের কোনো খবর পাইনি। আহত আছে তিনজন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।’

আরও পড়ুন: বস্তিতে আগুন: ঝুঁকিপূর্ণ ভবনের ছাদে উৎসুক জনতার ভিড়

                  চোখের সামনে সব পুড়ছে, আহাজারি বস্তিবাসীর 

                  মিরপুর বস্তিতে আগুন: বৃষ্টির জন্য দোয়া পড়ছেন স্থানীয়রা

                  মিরপুরে বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট

                  আগুন নেভাতে গিয়ে ফায়ার ফাইটার বিদ্যুৎস্পৃষ্ট

এ সম্পর্কিত আরও খবর