বাকিতে চামড়া বিক্রি করবেন না পোস্তার ব্যবসায়ীরা

ঢাকা, জাতীয়

শিহাবুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-27 06:31:52

দেশের অন্যতম চামড়া শিল্প এলাকা পুরান ঢাকার লালবাগের পোস্তা এলাকা। এই এলাকার ব্যবসায়ীরা ট্যানারি মালিকদের কাছে এবার বাকিতে চামড়া বিক্রি করতে আগ্রহী নয়। তাদের ভাষ্য, যে সকল ট্যানারি মালিক পাওনা টাকা শোধ করেছে শুধু তাদের কাছেই চামড়া বিক্রি করবেন তারা। এছাড়া বাকিতে কোনোভাবেই চামড়া বিক্রি না করারও পরামর্শ দিয়েছেন পোস্তার ব্যবসায়ী নেতারা।

এবারের কোরবানি ঈদের দিন থেকেই মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া কেনায় অনীহা দেখা যায় আড়তদার ও পাইকারি ব্যবসায়ীদের। দেশের অনেকস্থানে দেখা গেছে, চামড়ার দাম না পেয়ে মাটিচাপা দেওয়ার ঘটনাও ঘটেছে। কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, ট্যানারি মালিকরা আগের বছরের পাওনা টাকা না দেওয়ায় এ বছর পর্যাপ্ত পরিমাণ চামড়া ক্রয় করতে পারেননি। ফলে চামড়ার বাজারে ধস নামে। এতে ক্ষতিগ্রস্ত হয় গরীব দুঃস্থ মানুষ, মাদরাসা ও এতিমখানায় পড়ুয়া শিক্ষার্থীরা এবং মৌসুমি ব্যবসায়ীরা।

জানা গেছে, আড়তদার ও পাইকারি ব্যবসায়ীদের কোটি কোটি টাকা ট্যানারি মালিকদের কাছে আটকে রয়েছে। এর মধ্যেই আগামীকাল থেকে ট্যানারি মালিকরা চামড়া ক্রয় করা শুরু করবেন। এ কারণে এবার পোস্তার ব্যবসায়ীরা ট্যানারি মালিকদের কাছে বাকিতে চামড়া বিক্রি করবে না। একই সঙ্গে তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে, সরকার যেনো কাঁচা চামড়া রফতানির দ্রুত ব্যবস্থা নেয়।

পুরান ঢাকার লালবাগের পোস্তা এলাকার শাহাদাৎ এন্ড কোং এর স্বত্বাধিকারী মো. শাহাদাৎ হোসেন বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘আমরা যেখানেই চামড়া বিক্রি করি, ভালো ক্রেতা দেখে বিক্রি করব। না হলে শতভাগ ক্যাশ টাকা নিয়ে চামড়া ছাড়বো। আর বকেয়া পার্টির কাছে চামড়া বিক্রি করব না। ট্যানারি মালিকদের কাছে বিক্রি করব কিন্তু যারা ভালো ট্যানারি মালিক তাদের কাছে বিক্রি করব। সব মালিক খারাপ তা না। কিছু ভালোও আছে। ২৬৫টা ট্যানারি আছে। এর মধ্যে যারা ভালো তাদের অনুরোধ করে শুধু তাদের কাছেই মাল বিক্রির চেষ্টা করব। যাদের কাছে টাকা পাওনা রয়েছে তাদের কাছে চামড়া বিক্রি করব না।’

মেসার্স বিজু এন্টারপ্রাইজের মালিক চামড়া ব্যবসায়ী হাজী মুরাদ হাসান বিজু বলেন, ‘ট্যানারি মালিকদের কাছে টাকা আছে, সরকার ও ব্যাংক ওদের লোণ দেয়। আমাদের কিন্তু দেয় না। সেই টাকা দিয়ে তারা বাড়ি, গাড়ি কেনে। অথচ আমাদের পাওনা টাকা দেয় না। আমাদের টাকা নিয়ে ওরা ফুটানি দেখায়। ওদের বিক্রি নগদ, আর আমাদের কাছ থেকে চামড়া বাকি নেয়। ইচ্ছে করে আমাদের টাকা দেয় না।’

হাফিজ এন্ড কোং এর মো. হাফিজ বলেন, ‘কালকে চামড়া কিনতে নোয়াখালীরা আসবে। ওরা সব চোর। ওরা চামড়া নিলে টাকা দেয় না। গত বছরের টাকাও ওরা দেয়নি। আমি ওদের কাছে ১ কোটি ২০ লাখ টাকা পাবো, ১ বছর হয়ে গেলো টাকা দেওয়ার কোনো কথা নেই।’

তিনি বলেন, ‘কালকে যারা চামড়া কিনতে আসবে, তাদের কাছে বিক্রি না করাই ভালো। যারা ভালো তাদের কাছে বিক্রি করব।’

পোস্তা আড়তদার এবং পাইকারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ হাইড এন্ড স্কীন মার্চেন্টস এসোসিয়েশনের সভাপতি হাজী মো. দেলোয়ার হোসেন ট্যানারি মালিকদের কাছে বাকিতে চামড়া বিক্রি না করার অনুরোধ জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর