ডেঙ্গু প্রতিরোধে রংপুরে বাড়ছে প্রচারণা, বাড়ছে রোগীও

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রংপুর | 2023-08-24 23:15:49

মশাবাহিত রোগ ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধির লক্ষ্যে মাঠে নেমেছ রংপুর সিটি করপোরেশন ও রংপুর মেট্রোপলিটন পুলিশ। প্রতিদিন নগরীর বিভিন্ন স্থানে ও পাড়া-মহল্লায় জনসাধারণের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত লিফলেট বিতরণের পাশাপাশি চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান।

‘এডিস মশার লার্ভা ধ্বংস করি, নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ স্লোগানে বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে মশক নিধন ও মশাবাহিত রোগ প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে নিয়ে নগরীর কেরানীপাড়া, টার্মিনাল রোড, চৌরাস্তা মোড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কাযক্রমে নেতৃত্ব দেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

মেয়র নিজ হাতে রাস্তায় পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করেন। পরে তিনি স্থানীয় কাউন্সিলরদের নিয়ে বেশ কয়েকটি ওয়ার্ডে বাড়ির আশপাশে বেড়ে উঠা ঝোপঝাড় ও জঙ্গল পরিষ্কার কাযক্রম পরিদর্শন করেন।

এদিকে একই সময় নগরীর পায়রা চত্বরে পথচারীসহ সাধারণ জনগণের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শামিমা পারভীন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ্-আল-ফারুক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শহিদুল্লাহ কাওছার, সহকারী পুলিশ কমিশনার নাদিয়া জুই ও সহকারী পুলিশ কমিশনার আলতাফ হোসেন প্রমুখ।

এছাড়াও রংপুর মহানগরীর বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে জনসাধারণের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে মেট্রোপলিটন পুলিশ ও সিটি করপোরেশন।

অন্যদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন ৯০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩০ জন।

রমেক হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক এ কে এম শাহাদুজ্জামান বার্তাটোয়েন্টিফোর.কম-কে জানান, গত ১৮ জুলাই থেকে ৮ আগস্ট সকাল পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ২২০ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ১১০ জন। এর মধ্যে গত মঙ্গলবার এ রোগে আক্রান্ত হয়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়।

এ সম্পর্কিত আরও খবর