‘ঈদে ট্রেনের শিডিউল হেরফের ঠেকানো সম্ভব নয়’

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী | 2023-08-27 06:55:31

আসন্ন ঈদুল আজহার আগে পশ্চিমাঞ্চল রেলওয়ের ৫০টি ট্রেনের শিডিউল বিপর্যয় পুরোপুরি ঠিক করা সম্ভব হবে নয়। তবে সমস্যা সমাধানে নতুন রেলপথ নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) খোন্দকার শহিদুল ইসলাম।

মঙ্গলবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী রেলওয়ে কার্যালয়ে আয়োজিত পশ্চিমাঞ্চল রেলওয়ের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান। জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে এ সভারয় আয়োজন করা হয়।

খোন্দকার শহিদুল ইসলাম বলেন, ‘রেলপথের সক্ষমতা অনুযায়ী প্রতিদিন যেখানে ২২টি ট্রেন স্বাভাবিকভাবে চলাচল করতে পারে, সেখানে চলাচল করছে ৫০টি ট্রেন। এমন বাস্তবতায় ট্রেনের শিডিউল হেরফের হবেই। কোনোভাবে তা ঠেকানো সম্ভব নয়। তবে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

সাম্প্রতিক রাজশাহীতে তেলবাহী ট্রেনের ৮টি ওয়াগন লাইনচ্যুতের ঘটনায় তদন্ত শেষ হয়েছে বলেও জানান খোন্দকার শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ওই দুর্ঘটনার প্রধান কারণ ছিল স্লিপারের ক্লিপ ঢিলা থাকা।’

এ সম্পর্কিত আরও খবর