জাতীয় সংসদকে ডিজিটালাইজ করা প্রয়োজন: স্পিকার

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-24 07:17:04

বাংলাদেশের জাতীয় সংসদকে ডিজিটালাইজ করা প্রয়োজন এবং ডিজিটালাইজেশন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা একান্ত আবশ্যক ও সময়ের দাবি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেছেন, ‘সেই লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ পার্লামেন্ট ডিজিটালাইজড প্রকল্প গ্রহণ করা হয়েছে। যা আইসিটি বিভাগের মাধ্যমে বাস্তবায়ন করার কার্যক্রম চলমান রয়েছে।’

বুধবার (১০ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'ডিজিটাল বাংলাদেশ: সমৃদ্ধির অগ্রযাত্রায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি' শীর্ষক কর্মশালায় স্পিকার এসব কথা বলেন।

তিনি বলেন, ‘২০০৮ সালে প্রধানমন্ত্রী যখন ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন, সেই সময় থেকে আজ অবধি এক অভাবনীয় পরিবর্তন হয়েছে। ডিজিটাল বাংলাদেশ আজকে বাস্তবতা।’

ড. শিরীন শারমিন বলেন, ‘তথ্য প্রযুক্তির উন্নতির মধ্যদিয়ে দ্রুত এগিয়ে চলেছে বাংলাদেশ। বাংলাদেশ অনেক দেশের চেয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে উন্নয়নে অভাবনীয় সাফল্যগাঁথা অর্জন করেছে।’

ডিজিটাল পার্লামেন্ট গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরে স্পিকার বলেন, ‘ডিজিটাল লিডারশীপ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদ পরবর্তীতে ধারাবাহিকভাবে সংসদ সদস্য, কর্মকর্তাদের নিয়ে কর্মশালার আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। এই সকল কর্মশালায় ডিজিটাল লিডারশিপ গড়ে তোলার জন্য বিভিন্ন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

কর্মশালায় প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সভাপতিত্ব করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

এ সম্পর্কিত আরও খবর