ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন বিমানের পরিচালক

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-22 14:20:55

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক জিয়াউদ্দিন আহমেদকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।

রোববার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ দায়িত্ব দেওয়া হয় তাকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দি কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ১০ (৫)ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণের মাধ্যমে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৫ ধারা মোতাবেক তিনি দায়িত্ব পালন করবেন। ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার আগে অবশ্যই তাকে জেলা ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। আর মোবাইল কোর্ট পরিচালনার পর এ সংক্রান্ত সব তথ্যও জেলা ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে।

সরকারি স্থানীয় কর্তৃপক্ষের জমি ও ভবন, বিমান-নিরাপত্তা বিরোধী অপরাধ দমন, ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ, দেয়ার লিখন ও পোস্টারিং এবং অস্থাবর সম্পত্তি হুকুম দখল সংক্রান্ত আইন অনুযায়ী কাজ করবেন তিনি।

 

এ সম্পর্কিত আরও খবর