মে মাসে ২ কোটি টাকা জরিমানা আদায় ভোক্তা অধিদফতরের

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 01:51:32

চলতি বছরের মে মাসে এক হাজার ৯৮টি অভিযান পরিচালনা করে তিন হাজার ১২৭টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে মোট দুই কোটি ৩৩ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (১২ জুন) বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেন ভোক্তা অধিদফতরের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

তিনি বলেন, '৬ এপ্রিল ২০১০ সালে বাজার তদারকির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়ন শুরু করা হয়। পরে ২০১১ সাল পর্যন্ত জনবল স্বল্পতার কারণে খুব সীমিত পর্যায়ে বাজার অভিযান মূলক কার্যক্রম অব্যাহত থাকে।'

মনজুর মোহাম্মদ শাহরিয়ার, 'পরবর্তী সময় থেকে চলতি বছরের গত মাসে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় এক হাজার ৯৮টি অভিযান পরিচালনা করে তিন হাজার ১২৭টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে মোট দুই কোটি ৩৩ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'এর মধ্যে ৯০ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে এক লাখ ৩২ হাজার ৮৭৫ টাকা প্রদান করার পর অবশিষ্ট দুই কোটি ৩২ লাখ দুই হাজার ১২৫ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।'

এ সম্পর্কিত আরও খবর