রোহিঙ্গা নিয়ে মিয়ানমার মিথ্যাচার করছে: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 00:36:24

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের ফেরত নিতে কোনো প্রতিশ্রুতিই রাখছে না মিয়ানমার। উল্টো মিথ্যাচার করছে তারা।

রোহিঙ্গা সঙ্কটের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে বুধবার (১২ জুন) বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকার বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শুরু হয়।

তিনি বলেন, রোহিঙ্গাদের ফেরত নেওয়ার কোনো চেষ্টা নেই মিয়ানমারের। কিন্তু বিশ্বব্যাপী মিথ্যাচার অব্যাহত রেখেছে মিয়ানমার।

সকালে এই ব্রিফিংয়ে অংশ নেন ঢাকায় কর্মরত সব দেশ এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কূটনীতিকরা। ঘণ্টাখানেকের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমার কোনো প্রতিশ্রুতিই রাখছে না। মিয়ানমার বলছে, বাংলাদেশে আসা রোহিঙ্গার সংখ্যা মাত্র পাঁচ লাখ, আবার বলছে, বাংলাদেশ চায় না সেজন্যই রোহিঙ্গাদের ফেরত নেওয়া সম্ভব হচ্ছে না। এসব ডাহা মিথ্যা কথা।

এ রকম পরিস্থিতিতে বিভিন্ন রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থাগুলো যেন আরও তৎপর হয় সেই আহ্বান জানানো হয়েছে বৈঠকে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমারের সবচেয়ে বড় খুঁটি চীনকে সমস্যাগুলো বোঝাতে জুলাই মাসে প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ চেষ্টা করবে বাংলাদেশ।

এ সম্পর্কিত আরও খবর