এখনও অগণতান্ত্রিক সরকারের স্বপ্ন দেখে কুশীলবরা: তথ্যমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 17:43:48

এক-এগারোর কুশীলবরা এখন সক্রিয় জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘তারা এখনও বাংলাদেশে অগণতান্ত্রিক সরকার কায়েম করার স্বপ্ন দেখেন।’

মঙ্গলবার (১১ জুন) রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের পাশে নতুন ভবনে প্রচার ও প্রকাশনা উপকমিটির নিয়মিত সভার শুরুতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

হাছান মাহমুদ বলেন, ‘২০০৮ সালের নির্বাচনের পর আমরা ১১তম বর্ষ অতিক্রম করছি। কিন্তু এখনো ১/১১ এর কুশীলবরা সক্রিয়। অগণতান্ত্রিক সরকার কায়েমের স্বপ্ন দেখেন তারা এবং মাঝেমধ্যে বিচ্ছিন্ন কথা বলে গণতান্ত্রিক সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন।’

সেই কুশীলবদের সঙ্গে আজকে বিএনপিও হাত মিলিয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘সেই কারণে ২০১৪ সালে নির্বাচন তারা বর্জন করেন, গণতন্ত্রের অভিযাত্রাকে প্রতিহত করার চেষ্টা করেছিল এবং বিগত ২০১৮ সালের ডিসেম্বরের নির্বাচনে অংশগ্রহণ করেও অংশগ্রহণ করে নাই।’

তিনি বলেন, ‘আজ ১১ জুন, এদিন শুধু জননেত্রী শেখ হাসিনা মুক্তি লাভ করেননি, এ দিন গনতন্ত্র মুক্তি লাভ করেছিল। বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের আন্দোলনের প্রেক্ষিতে বাধ্য হয়ে শেখ হাসিনাকে মুক্তি দিয়েছিল অগণতান্ত্রিক সরকার।’

সেই আন্দোলনে খালেদা জিয়াও মুক্তি লাভ করেছিলেন বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক। তিনি বলেন, ‘আমাদের আন্দোলনের কারণে প্রকৃত পক্ষে বেগম খালেদা জিয়াও মুক্তি লাভ করেছিলেন। দুঃখজনক হলেও সত্য যে আন্দোলনের প্রেক্ষিতে বেগম জিয়াও মুক্তি লাভ করেছেন।’

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুসহ প্রচার কমিটির সদস্যরা।

এ সম্পর্কিত আরও খবর