রাজউকের মেরাজ সহ ৭ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 06:55:56

বিচারাধীন সম্পত্তির মামলার তথ্য গোপন করে তা পুনরায় বিক্রি করার অভিযোগে রাজউকের সাবেক তত্ত্বাবধায়ক (আইন) মোঃ মেরাজ আলী সহ সাত জনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৩০ মে) বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

তিনি জানান, রাজউক কর্মকর্তা মেরাজ আলী উত্তরা মডেল টাউনের ৫নং সেক্টরের ৯-সি নং রোডের ১নং প্লটের ২৮০ বর্গগজের একটি প্লট বিচারাধীন থাকা অবস্থায় তার তথ্য গোপন করে তা বিক্রি করেন।

অভিযুক্ত অন্য আসামিরা হলেন নুর জাহান বেগম, মোস্তফা জামান, মোস্তফা কামাল, মোস্তফা মহসিন, মিজানুর রহমান ও নিলুফা রহমান।

আসামিদের বিরুদ্ধে গত বছর ১৪ আগস্ট মতিঝিল থানায় মামলা দায়ের করে দুদক।

এ সম্পর্কিত আরও খবর