‘নজরুল ইনস্টিটিউট’ এখন থেকে ‘কবি নজরুল ইনস্টিটিউট’

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-28 17:00:02

নজরুল ইনস্টিটিউটের নামের আগে ‘কবি’ শব্দটি  ‍যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম সংগ্রহ, সংরক্ষণ, প্রকাশ ও প্রচারের লক্ষ্যে প্রতিষ্ঠিত এই ইনস্টিটিউট পরিচালনার বিধি সংশোধন, সংযোজন, পরিমার্জন ও পুনর্গঠনে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি গতকাল বুধবার এ সিদ্ধান্ত নেয়। সংসদ সচিবালয়ের এক তথ্যবিবরণীতে বলা হয়েছে, নজরুল ইনস্টিটিউট বিল-২০১৭ পর্যালোচনাকালে কমিটি বিলের নাম কবি নজরুল ইনস্টিটিউট বিল-২০১৭ নামে অভিহিত করার সুপারিশ করা হয়েছে। এছাড়া বিলের বেশকিছু জায়গা সংশোধন, পরিমার্জন ও পরিবর্তন করে কমিটিতে উপস্থাপনের জন্য বলা হয়েছে। সংসদের সর্বশেষ অধিবেশনে গত ১৫ নভেম্বর বিলটি উত্থাপন করেছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। পরে তা অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গত ৭ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদিত হয়। এত দিন নজরুল ইনস্টিটিউট ১৯৮৪ সালের একটি অধ্যাদেশ দ্বারা পরিচালিত হয়ে আসছিল। আদালতের নির্দেশে ওই অধ্যাদেশকে একটি পূর্ণাঙ্গ আইনে রূপান্তরের লক্ষ্যে নতুন বিল আনা হয়েছে। প্রস্তাবিত ওই আইনে বাছাই কমিটির সুপারিশ ও বোর্ডের অনুমোদনসাপেক্ষে প্রতি বছর ব্যক্তি অথবা প্রতিষ্ঠানকে নজরুল পুরস্কার প্রদানের বিধান রাখা হয়েছে। নজরুল সঙ্গীত, সাহিত্য ও অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হবে। এছাড়া নজরুল গবেষণাকে উৎসাহিত করতে পদক্ষেপ গ্রহণের প্রস্তাব করা হয়েছে। কমিটির সভাপতি সিমিন হোসেন রিমির সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত গতকালের বৈঠকে অংশ নেন কমিটির সদস্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, মনোরঞ্জন শীল গোপাল, পংকজ নাথ ও পিনু খান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর