চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানের কোটি টাকার পণ্যের চালান জব্দ

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 15:25:01

ঢাকার তিনটি প্রতিষ্ঠানের তিনটি পণ্যের চালান জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি টিম। শুল্ক করসহ জব্দকৃত পণ্যের টাকার পরিমাণ ১ কোটি ২০ লাখ ৭৭ হাজার ১২৭ টাকা।

বৃহস্পতিবার (২৩ মে) চট্টগ্রাম কাস্টমস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞাপ্ততে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘোঘণা অতিরিক্ত পণ্য পাওয়া যায়। আর তাতে তিনটি প্রতিষ্ঠানের পণ্য চালান খালাস সাময়িকভাবে স্থগিত করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি টিম।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে- জাহিদ এন্টারপ্রাইজ, আল হোমায়রা ট্রেডিং এবং লাইসা ইন্টারন্যাশনাল। কোম্পানিগুলোর চালান খালাসের দায়িত্বে নিয়োজিত ছিল চট্টগ্রামের সিঅ্যান্ডএফ এজেন্ট শাপলা ট্রেডার্স লিমিটেড।

আটককৃত পণ্যচালান তিনটির ফাঁকি প্রদানকৃত পণ্যের শুল্কায়নযোগ্য মোট আনুমানিক মূল্য ৬ লাখ ৫৩ হাজার ৮৭১ টাকা এবং মোট ফাঁকিকৃত শুল্ককরের পরিমাণ আনুমানিক ৫ লাখ ৭১ হাজার ২৩৩টাকা। অর্থাৎ শুল্ককরসহ ফাঁকিকৃত পণ্য চালান তিনটির সর্বমোট আনুমানিক মূল্য ১ লাখ ২০লাখ ৭৭হাজার ১২৭ টাকা।

এ সম্পর্কিত আরও খবর